আদালতে আম্বার হার্ড ও জনি ডেপের মামলার বিচারকাজ শেষের দিকে। প্রায় ছয় সপ্তাহ ধরে মামলার শুনানি চলছে। আদালতে বিচারকদের উদ্দেশে হলিউড অভিনেতা জনি ডেপ বলেছেন, কোনো মানুষই পারফেক্ট না। কিন্তু তার সাবেক স্ত্রী আম্বার হার্ড তার বিরুদ্ধে যে নির্যাতনের অভিযোগ এনেছেন তা ভয়ঙ্কর, হাস্যকর, অপমানজনক, বেদনাদায়ক, বর্বর, কল্পনাতীত নৃশংস, নিষ্ঠুর এবং সব অভিযোগ মিথ্যা।
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদপত্রে কলাম লিখেছিলেন আম্বার হার্ড। ওই ঘটনার জের ধরে পাল্টাপাল্টি মামলা করেছেন জনি ডেপ ও আম্বার হার্ড। জনির করা ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলার শুনানি চলছে ভার্জিনিয়ার আদালতে।
জনি ডেপ বলেন, আমার বিরুদ্ধে সহিংসতা, যৌন সহিংসতার জঘন্য অভিযোগ শুনে হতবাক হয়েছি। এসব অভিযোগ মিথ্যা। আমি এসব অভিযোগের প্রেক্ষিতে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। কারণ নিজের ইচ্ছার বিরুদ্ধে ছয় বছর ধরে এসব মিথ্যা অভিযোগের বোঝা আমি বয়ে বেড়িয়েছি।
এবার আমি চাই সবাই সত্যিটা বেরিয়ে আসুক।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/ফারজানা