২৮ নভেম্বর, ২০২২ ১২:০৪

আলবেনিয়ার নাগরিকত্ব পেলেন দুয়া লিপা

অনলাইন ডেস্ক

আলবেনিয়ার নাগরিকত্ব পেলেন দুয়া লিপা

দুয়া লিপা

সঙ্গীতজগতে খুব অল্প বয়সে খ্যাতির শিখরে উঠেছেন দুয়া লিপা। আলবেনিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ এ সঙ্গীতশিল্পীর জন্ম লন্ডনে, ১৯৯৫ সালে। বাবা-মায়ের বাড়ি আলবেনিয়াতে। এবার দুয়া নিজেও আলবেনিয়ার নাগরিক হলেন কাগজে কলমে। ফেসবুকে ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন দুয়া নিজেই।

অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে, রবিবার পপ তারকা দুয়া লিপার নাগরিকত্ব অনুমোদন করেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগজ। অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীন হওয়ার ১১০ বছর পূর্তিতে দুয়াকে নাগরিকত্ব দেওয়া হয়। আলবেনিয়ার প্রেসিডেন্ট জানান, সারা বিশ্বে আলবেনিয়ার খ্যাতি ছড়িয়ে দিয়েছেন দুয়া লিপা। এ জন্যই তিনি নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছেন।

আলবেনিয়ার তিরানা সিটি হলে নাগরিক হিসেবে শপথ গ্রহণ করেন দুয়া। এসময় তিনি বলেন, এবার কাগজে কলমেও আমি আলবেনিয়ান হলাম।

৫ বছর বয়সেই গাওয়া শুরু করেছিলেন দুয়া। সঙ্গীতের ক্ষেত্রে দুয়া তার সঙ্গীতশিল্পী ও গিটারিস্ট বাবার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ১৪ বছর বয়সেই ইউটিউবে গান পোস্ট করা শুরু করেন। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০১৭ সালে। তার দুই বছর পর সেরা নবাগত শিল্পী হিসেবে গ্র্যামি জিতেছিলেন তিনি।

সূত্র : অ্যাসোসিয়েট প্রেস

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর