৫ ডিসেম্বর, ২০২২ ২১:৪৭

যে কষ্টে এফডিসির খবর শুনতে চান না নায়িকা নূতন!

অনলাইন ডেস্ক

যে কষ্টে এফডিসির খবর শুনতে চান না নায়িকা নূতন!

ফারহানা আমিন রত্না (নূতন)।

স্বাধীনতাত্তোর বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম নির্মিত সিনেমা ‘ওরা ১১ জন’ এর নায়িকা নূতন। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এক সময়ের জনপ্রিয় এই নায়িকা এফডিসিতে তুমুল কর্মব্যস্ত ছিলেন। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন যান না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব।

আজ সোমবার বিকালে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নূতন। যাতে এফডিসির ওপর নারাজের কথা উঠে এসেছে।

নূতন লিখেছেন, ‌‘আমি শুধু ফুটবল বিশ্বকাপ নিয়ে পড়ে আছি। কোনো খবর দেখি না, শুনি না। আপনারা আমাকে একটু দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বানিজ্যিক আর সামাজিক খবর জানিয়েন। আপনারাও রাইখেন, শুধু খেলা খেলা কইরেন না। (এফডিসির) খবর জানানোর দরকার নাই।’

কেন এফডিসির কোনো খবর জানতে চান না নূতন? এ প্রসঙ্গে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘এত বছর এফডিসিতে কাজ করেছি, জীবনটাই কেটেছে সেখানে। কিন্তু এখন আমরা গুরুত্বহীন হয়ে গেছি। এটা শুধু আমার ক্ষেত্রে নয়। শাবানা আপা, সুচন্দা আপা, ববিতা আপা, অলিভিয়া আপা, শবনম আপা সবাই একসময় চলচ্চিত্রে রাজত্ব করেছেন। এ ছাড়া আমার সমসাময়িক অঞ্জনা, রোজিনা, সুচরিতা, চম্পা, অরুণা, অঞ্জুসহ অনেককেই এখন আর সিনেমায় দেখছি না। একজন শিল্পী তো মৃত্যুর আগ পর্যন্ত কাজ করবে।’

তিনি আরও বলেন,‘সবশেষ ২০২১ সালে ‘দেশ নায়ক’ সিনেমায় আমাকে নেওয়া হয়েছিল। তবে সিনেমাটি কী কারণে মুক্তি দেওয়া হয়নি, সেটা জানি না। এরপর আমাকে আর কোনো সিনেমায় ডাকা হয়নি। বিশ্বের সব ইন্ডাস্ট্রিতে সিনিয়র শিল্পীদের নিয়ে কাজ করা হয়। আমাদের এখানে হচ্ছে না। তাছাড়া সমিতির নির্বাচন নিয়ে যা হয়েছে তা থেকেই আমার কষ্ট। তবে কারো প্রতি আমার অভিমান নেই।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর