‘দৃশ্যম’ ছবিটির পর ‘দৃশ্যম-টু’ দিয়েও সাড়া ফেলেছেন অজয় দেবগন। মুক্তির চতুর্থ সপ্তাহেও ছবিটি আয়ে রেকর্ড গড়ছে। গত ১৮ নভেম্বর মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’। এরইমধ্যে ছবির আয় ২০০ কোটি ছাড়িয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়ে যায়। আর তৃতীয় সপ্তাহে সিনেমাটির আয় দুই শ কোটির ক্লাব পেরিয়ে গেলো। মুক্তির চতুর্থ শনিবার ‘দৃশ্যম টু’ আয় করেছে ৪.৬৭ কোটি রুপি। মোট আয় দাঁড়িয়েছে ২০৩.৫৮ কোটি রুপি।
মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।
২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। এ বছর হিন্দিতে মুক্তি পেয়েছে ‘দৃশ্যম-টু’। অভিনয় করেছেন অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ‘দৃশ্যম-টু’ পরিচালনা করেছেন অভিষেক পাঠক।