বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে জেমস ক্যামেরুনের সাম্প্রতিক মুক্তি পাওয়া সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন বিষয়ক পোর্টাল ‘ভ্যারাইটি’র হিসেব অনুযায়ী ১৪ দিনে ১০০ কোটি মার্কিন ডলার আয় করেছে অ্যাভাটারের এই নতুন সংস্করণ।
২০২২ সালে হলিউডে মুক্তি পাওয়া সব সিনেমার হিসেবে এটা দ্রুততম সময়ে শত কোটি ডলার আয়ের রেকর্ড।
ভ্যারাইটির মতে এ বছর (২০২২) আরও মাত্র তিনটি সিনেমা শত কোটি ডলারের ঘর ডিঙাতে পেরেছে।
২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার চেয়েও দ্রুত শত কোটির ঘর ছাড়িয়েছে অ্যাভাটার। প্রথম ১০ দিনে ৮৫৫ মিলিয়ন ডলারের টিকেট বিক্রির রেকর্ড গড়েছিল ওয়ে অব ওয়াটার।
বিডি প্রতিদিন/নাজমুল