প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী গগন সাকিবের নতুন গান ‘পাষাণ মেয়ে’। আর এই গানটিতে মডেল হয়েছেন সাফা ও বাদশা। ইনফ্লুয়েন্সার হিসেবে একসঙ্গে কাজ করে সুনাম কুড়িয়েছেন সাফা খান ও বাদশা স্টাইল।
এর আগে গগন সাকিবের ইতিহাস গানে মডেল হয়েছিলেন বাদশা স্টাইল ও সাফা খান। গল্পপ্রধান ভিডিওটি পরিচালনা করেছেন ফিল্ম্যানিয়াক টীম। এবারের গানটির কথা রণক ইকরামের। সুর করেছেন গগন সাকিব। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ।
এই গান প্রসঙ্গে গগন সাকিব জানান, ‘কথাগুলো বিরহী হলেও একটু অন্যরকম। আশা করছি শ্রোতারা ভালোবাসবেন।’ অন্য দিকে একই প্রতিষ্ঠানের ব্যানারে একাধিক গানে বাদশা স্টাইল ও সাফা খান জুটিকে দেখা যাবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন