বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বারবার আঙুল উঠছে প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। অভিনেতার মৃত্যুর পর হাজতবাস করতে হয় রিয়াকে। মাঝে বেশ কয়েক বছর কোনও কাজ করতেও দেখা যায়নি তাকে। সদ্য ‘রোডিস’-এ মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।
একদিকে রিয়ার জন্য কাজের সুযোগ যেমন খুলছে, অন্যদিকে তার বিরুদ্ধে তৈরি হওয়া নানা আইনি জটিলতার জটও ধীরে ধীরে ছাড়ছে।
সুশান্ত সিং রাজপুত সম্পর্কিত মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়াকে। পরে জামিনে ছাড়া পান অভিনেত্রী। ২০২০ সালের অক্টোবরে সেই জামিনের বিরোধিতা করেছিল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। এবার সিবিআইয়ের পক্ষ থেকে তা প্রত্যাহার করে নেওয়া হল।মুম্বাই হাইকোর্টের ব্যাখ্যা অনুযায়ী, এনডিপিএস আইনের ধারা ২৭এ অনুসারে (অবৈধভাবে অর্জিত অর্থ, তার অনৈতিক লেনদেন এবং অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ ২০ বছরের জন্য জেল হতে পারে) একটি নির্দিষ্ট সময়ের জন্য অভিযোগটি তুলে নেওয়া হল।
২০২০ সালের ১৪ জুন নিজের মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত মরদেহ। সেই সময় অভিনেতার পরিবারের পক্ষ থেকে রিয়ার নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। অভিনেতার মৃত্যুর মাস খানেক পর তার ভাই সৌভিক ও রিয়াকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় এক লাখ রুপির বন্ড দিয়ে জেল থেকে ছাড়া পান রিয়া।
তারপর পেরিয়ে গিয়েছে তিন বছর। স্বাভাবিক ছন্দে ফিরেছে অভিনেত্রীর জীবন। কাজ শুরু করেছেন তিনি। তবে প্রত্যেক বছর সুশান্তের জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে অভিনেতাকে নিয়ে আদুরে পোস্ট করেন রিয়া।
বিডি প্রতিদিন/কালাম