বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সপ্তাহ জুড়ে শিক্ষার্থীদের জন্য ৭টি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সুস্থ ধারার চলচ্চিত্রের মাধ্যমে এই প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সংস্কৃতি বান্ধব করার লক্ষ্যে আগামী ৬-১২ অক্টোবর এই আয়োজন করা হয়েছে। ইউসিএসআই ইউনির্ভাসিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের উদ্যোগে '১৯৭১ সেই সব দিন' চলচ্চিত্রের এই বিশেষ প্রদর্শনী।
একুশে পদকপ্রাপ্ত নাট্যজন ড. ইনামুল হক এর মূল ভাবনায়, একুশে পদক প্রাপ্ত লাকী ইনাম এর প্রযোজনায়, হৃদি হক এর রচনা ও পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র '১৯৭১ সেই সব দিন'। দেশব্যাপী মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহ ও আলোচনার সিনেমায় পরিণত হয়।
মঙ্গলবার বিজিবি ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। ইউসিএসআই ইউনির্ভাসিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের পক্ষ থেকে আফজাল হোসেন বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাত দিনব্যাপী এই সিনেমা দেখার আয়োজনের লক্ষ্য- যেন শিক্ষার্থীরা সুনির্মিত চলচ্চিত্র দর্শনের মধ্য দিয়ে সুস্থধারার সংস্কৃতির সাথে সম্পৃক্ততা অনুভব করে এবং মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমকে ধারন করে।
ইউসিএসআই ইউনির্ভাসিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রোভোস্ট চ্যান জো জিম বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে ইউসিএসআই ইউনির্ভাসিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম এবং এই আয়োজন সম্পর্কে তাদের উদ্দেশ্য তুলে ধরেন।
'১৯৭১ সেই সব দিন' সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ বলেন, দেশের চলচ্চিত্রের উন্নয়নে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে এমন এক মহতী উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
সিনেমার পরিচালক ও অভিনেত্রী হৃদি হক বলেন, ইউসিএসআই ইউনির্ভাসিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের এমন এক উদ্যাগ গ্রহণে আমরা আনন্দিত। এ ধরনের বিশেষ উদ্যোগ চলচ্চিত্রের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়িয়ে দেবে বলে আমাদের বিশ্বাস। আমাদের পুরো টিমের পক্ষ থেকে আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ।
বিডি প্রতিদিন/হিমেল