বড়দিন খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিনের এ উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। রয়েছে গান, নাটক, সিনেমাসহ বিশেষ অনুষ্ঠান।
বৈশাখী সকালের গানে অংশ নেবেন বর্ণালি বিশ্বাস শান্তা। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টা ২০ মিনিটে। রাত ৮টায় রয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গোল্ডেন সং’। লিটু সোলায়মানের প্রযোজনায় এতে গান গাইবেন সাজিয়া সুলতানা পুতুল। দুপুর ১.০০টায় রয়েছে বড় দিন স্পেশাল ‘শুধু সিনেমার গান’। প্রযোজনা নিকোলাস হীরা।
রাত ১০.০০ টায় প্রচার হবে বড় দিনের নাটক ‘জোড়া শালিক’। হাসিব হোসেন রাখীর চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তৌসিফ, তটিনী, হিন্দোল রায়, পাপিয়া, শাহীন মৃধা প্রমুখ।
বড় দিন উপলক্ষে বৈশাখী টিভিতে প্রচার হবে ৩টি সিনেমা। সকাল ১০.০০টা ১০ মিনিটে প্রচার হবে ‘অন্তরে অন্তরে’। অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, আনোয়ারা, রাজীব প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘টাকার চেয়ে প্রেম বড়’। অভিনয় করেছেন-শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। রাত ১.৫০ মিনিটে প্রচার হবে ‘চাঁদনী রাতে’। অভিনয় করেছেন সাব্বির, শাবনূর, এটিএম শামসুজ্জামান প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল