অমর নায়ক সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পরিচালক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাত ৩টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র পরিচালক এমএ খালেকের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।
তিনি জানান, রাজধানীর মধুবাগ মসজিদে জোহরের জামাজের পর জানাজা শেষে মিরপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক