এলভিস প্রিসলি'কে শীঘ্রই দেখা যাবে লন্ডনের মঞ্চ কাঁপাতে। তবে চমকে যাওয়ার কিছু নেই। বাস্তবে নয় ডিজিটাল রূপে ফিরছেন ‘কিং অফ রক এন রোল’।
ব্রিটিশ কোম্পানি ‘লেয়ার্ড রিয়ালিটি’ তাকে ফের মঞ্চে হাজির করার উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, প্রিসলিকে মঞ্চে ফেরাতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও হলোগ্রাফির মতো প্রযুক্তি।
এরইমধ্যে হাজার হাজার ব্যক্তিগত ছবি ও তার বাড়ির বেশ কয়েক ঘণ্টার ভিডিও ফুটেজে প্রবেশাধিকার পেয়েছে কোম্পানিটি। তাদের দাবি, এর মাধ্যমে তারা মঞ্চে এমন এক অভিজ্ঞতা তৈরি করবেন, যেমনটা আগের আর ঘটেনি।
এই আয়োজনের শিরোনাম হচ্ছে ‘এলভিস ইভোলিউশন’। আয়োজকরা বলছেন, এর মাধ্যমে এলভিসকে ‘কনসার্টের কাছাকাছি জায়গা থেকে দেখার’ মতো অভিজ্ঞতা পাবেন ভক্তরা।
৫০ থেকে ৬০’র দশকে প্রিসলি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। ক্যারিয়ারে ১৪বার গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পাওয়া এলভিস পুরস্কার জিতেছেন তিনবার। তিনি ৩৩টি সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৭৭ সালের ১৬ অগাস্ট যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে তার ‘গ্রেইসল্যান্ড’ নামের বাড়িতে ৪২ বছর বয়সে মারা যান এই গায়ক।
বিডি প্রতিদিন/নাজমুল