সাইফ আলি খানের ওপর হামলার আতঙ্ক এখনও কাটেনি মুম্বইবাসীর। ১৫ জানুয়ারি মধ্যরাতে এক ব্যক্তি বান্দ্রার বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করেন। বাধা দেওয়ায় সাইফকে ছুরিকাঘাত করেন তিনি। রক্তাক্ত অবস্থায় সাইফ হাসপাতালে ছুটে যান। তিন দিন পর অভিযুক্ত শরিফুল গ্রেপ্তার হলেও ঘটনা নিয়ে বিতর্ক রয়ে গেছে।
এই ঘটনার জন্য কারিনা কাপুরকে দায়ী করলেন পরিচালক আকাশদীপ সাবির ও তার স্ত্রী শিবা। তাদের মতে, ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েও কারিনা কেন একজন নিরাপত্তারক্ষী বা গাড়িচালক রাখেননি?
আকাশদীপ বলেন, “নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্যের অভিযোগ করলেও, কোটি টাকা আয় করেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি তারা। ১০০ কোটি দিলেও কি রাতে একজন নিরাপত্তারক্ষী রাখবেন?"
তিনি আরও প্রশ্ন তোলেন, "সাইফের বাড়ির বাইরে সিসিটিভি ছিল না কেন? মুম্বইয়ের এত তারকার বাড়িতে কর্মীদের থাকার ব্যবস্থা থাকে না কেন?"
এদিকে, হামলার রাতে সাইফ নাকি অটোতে করে হাসপাতালে গিয়েছিলেন—এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন পরিচালক।
সাইফ-কারিনা বলিউডের অন্যতম সম্মানিত দম্পতি হলেও, এই ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
বিডি প্রতিদিন/আশিক