স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে জনপ্রিয় সুপারহিরো সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান’-এর নতুন পর্ব ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শুটিং।
টানা দুই সপ্তাহ চলবে এই শুটিং যেখানে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। শুটিংয়ের জন্য গ্লাসগোর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শহরের সড়ক, পার্ক এবং ঐতিহাসিক স্থাপনাগুলো সাজানো হয়েছে সিনেমার দৃশ্য অনুযায়ী। অনেক স্থানে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা যারা শুটিং চলাকালীন টম হল্যান্ড ও অন্যান্য অভিনেতাদের দেখতে পাচ্ছেন কাছ থেকে।
এর মধ্যে একদিন একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের পর স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ড উপস্থিত সবার সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কথা বলেন। স্পাইডার ম্যানের পোশাক পরা টম হল্যান্ড ভক্তদের ছবি ও সেলফিতেও ধরা দেন তিনি। তাদের সঙ্গে কথাও বলেন। সে সময় অনেকে এসেছিলেন তাদের শিশু সন্তানদের সঙ্গে নিয়ে। ওই শিশুরাও স্পাইডারম্যানে পোশাক পরে এসেছিল। ভক্তদের সঙ্গে মিশতে পছন্দ করেন এই অভিনেতা।
এদিকে, সিনেমাটির কাহিনী নিয়ে এখনো নির্মাতা সংস্থা মার্ভেল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে- এই পর্বে স্পাইডারম্যানের জীবনে নতুন মোড় আসবে এবং গল্পে যুক্ত হবে কিছু নতুন চরিত্র। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালণিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের জুলাইয়ে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ