স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ‘সাংস্কৃতিক অঙ্গনে ফ্যাসিবাদের বিদায়’ শিরোনামের বিশেষ আলোচনা অনুষ্ঠান।
সাংবাদিক নিশা মাহমুদার সঞ্চালনায় বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাংবাদিক আহমেদ তেপান্তর, সাংবাদিক মোস্তফা মতিহার ও চলচ্চিত্র অভিনেতা পারভেজ আবীর চৌধুরী।
আহমেদ তেপান্তর বলেন, গত ১৬ বছর শিল্পীরা রাজনৈতিক দোষে দুষ্ট হয়ে একটু একটু করে কলুষিত হয়ে গেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে শিল্পীদের রাজনীতির পরিমিতিবোধ থাকা উচিত। এই পরিমিতিবোধের অভাবেই আজকে শিল্পীরা বিতর্কিত। শিল্পী পরিচয়ে কেউ নিজেকে রাজনৈতিক কর্মী মনে করবে না, এটাই আগামী দিনে প্রত্যাশা করব।
মোস্তফা মতিহার বলেন, মানুষ হিসেবে প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার আছে। শিল্পীরা রাজনীতি করতেই পারে। তবে, অ্যাক্টিভিস্ট হতে পারে না।
পারভেজ আবির চৌধুরী বলেন, শিল্পের স্বাধীনতা একটি জাতির বিবেক। তা রুদ্ধ হলে জাতির কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। আমরা সেই স্তব্ধতা থেকে বেরিয়ে এসেছি।
বিডি প্রতিদিন/একেএ