জনপ্রিয় হলিউড অভিনেতা ও ‘মিশন : ইম্পসিবল’ তারকা টম ক্রুজ এ বছরের মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টার অনার্স গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সালের সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তার নাম প্রস্তাব করা হলেও, ‘সময়সূচির জটিলতার’ কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
টম ক্রুজের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প বুধবার ৪৮তম কেনেডি সেন্টার অনার্সের জন্য যে তালিকা প্রকাশ করেছেন, তাতে স্থান পেয়েছেন ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতশিল্পী জর্জ স্ট্রেইট, ‘আই উইল সারভাইভ’ খ্যাত গায়িকা গ্লোরিয়া গেনর ও চলচ্চিত্র অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ও জনপ্রিয় গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস।
অনুষ্ঠান নিয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, আমি সবসময় একটি কেনেডি সেন্টার অ্যাওয়ার্ড চাইতাম, কিন্তু কখনো পাইনি। তাই ভাবলাম, চেয়ারম্যান হয়ে নিজেকেই সম্মাননা দিয়ে দিই। আগামী বছর আমরা ট্রাম্পকে সম্মান জানাবো, ঠিক আছে?
ট্রাম্প ইতোমধ্যে কেনেডি সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে, হাউস রিপাবলিকান সদস্যরা প্রস্তাব দিয়েছেন— প্রতিষ্ঠানটির অপেরা হাউসটির নাম পরিবর্তন করে মেলানিয়া ট্রাম্প অপেরা হাউস রাখা হোক। তবে এটি কংগ্রেসে ভোটে উঠবে কি না, তা এখনো অনিশ্চিত।
২০২৫ সালের কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর এবং সিবিএস টেলিভিশনে সম্প্রচারিত হবে বলে জানানো হয়েছে। সূত্র : হলিউড রিপোর্টার ও ওয়াশিংটন পোস্ট।
বিডি-প্রতিদিন/শআ