১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি ঘাতকরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে দর্শনকে দাবিয়ে রাখতে নির্বিচারে বাঙালিদেরকে হত্যা করেছিল, সেই ঘাতকদের পক্ষের অপশক্তি এখনও বাংলাদেশে অবস্থান করছে। এরাই যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে ষড়যন্ত্র করে, এরাই ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে, এরাই ‘বঙ্গবন্ধু’কে জাতির জনক বলতে বা মানতে অস্বীকার করে, এরাই ‘জয় বাংলা’র বিপক্ষে ‘জিন্দাবাদ’কে আমদানি করেছে।
এই অপশক্তি বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মুখোশের আড়ালে এখনও ২৫ মার্চ রাতের গণহত্যাকারী ঘাতকদের অপদর্শনকে ধারণ করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
একাত্তরে বাংলার মানুষ যখন দেশমাতৃকার স্বাধীনতা আর সম্মানের জন্য লড়ছিল, তখন তাদেরকে 'ভারতের চর' বলে আখ্যায়িত করতো পাকিস্তানি হত্যাকারী আর তাদের এদেশীয় দোসর রাজাকারের দল। এত বছর পরেও মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে আক্রমণ করার জন্য তারা একই ভাষা, একই শব্দ ব্যবহার করে। সুতরাং মুক্তিযুদ্ধের বিরোধী, বাংলাদেশের বিরোধী কারা তা বোঝা মোটেই কষ্টসাধ্য নয়।
সামনের দিনগুলোতে এদের সাথেই আমাদের লড়তে হবে। এ লড়াই অবশ্যম্ভাবী এবং এ লড়াইয়ে জিততে হবে।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব