সকাল সকাল একটা প্রশ্ন খুব ভাবাচ্ছে। আমাদের বিনোদন জগতের উজ্জ্বল তারারা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, সেই সময় তাঁদের দেখতে যাওয়া অবশ্যই পূণ্যের কাজ, দায়িত্বের কাজ, কিন্তু তাদের রোগে কাতর ছবিটা জনসম্মুখে তুলে ধরাটা কেন যেন সমর্থন করতে পারছি না।
প্রায় সবাই বার্ধক্য-অসুস্থতার কারণে মারা যান এই পৃথিবীতে। সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু একসময়ের সেই দাপটমাখা মুহূর্ত এক মুহূর্তে সেই খ্যাতিমান মানুষটা ভুলে যেতে বাধ্য যখন সে তার ছবি পত্রিকায় দেখতে পাবে। তার মনের অবস্থাটা কি হয় একবার ভাবুন তো। বিছানা থেকে উঠে এলোমেলো অবস্থায় আপনাকে, আপনার কাছের মানুষ ছাড়া কে দেখে বলুন। তার পুরোতন ছবি দিয়েও তো স্ট্যাটাস, নিউজ করা যায়।
তারাদের তারা হয়ে জ্বলে জ্বলে পৃথিবী ছেড়ে যেতে সাহায্য করুন। দেখবেন ওপারেও তারা হয়ে জ্বলতে থাকবে কারণ আনন্দের সাথে মৃত্যুকে আলিঙ্গন করবে যে, তাই।
লেখক: সঙ্গীতশিল্পী
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা