ডেঙ্গু কি বাংলাদেশে এই প্রথম এলো? নতুন হ্ওয়া একটি সমস্যার মোকাবেলা করতে মানুষ হিমশিম খায়, রাষ্ট্রও খায়। কিন্তু যে রোগটা অন্তত ১০ বছর আগ থেকে এই দেশে হচ্ছে সেই রোগটা মোকাবেলায় রাষ্ট্রের, সরকারের প্রস্তুতি থাকবে না কেন?
পত্রিকায় পড়েছি, কেউ কেউ বলার চেষ্টার করছেন- ডেঙ্গুর ধরন বদলেছে- চট করে কেউ বুঝে উঠতে পারছে না। আরে ভাই, সবকিছু কি সবসময় একই রকম থাকে না কি। এই ধরন আওয়ামী লীগ- এইবার যেভাবে নির্বাচন করেছে, পাঁচ বছর আগে কি এইকইভাবে নির্বাচন করেছিলো না কি?
সময়ের ব্যবধানে তাদের ভোটের কৌশল পরিবর্তন হয়েছে তো! রোগ শোক, এই সবেরও পরিবর্তন হবেই। রাষ্ট্রের কাজ হচ্ছে- জনস্বার্থে এইসব সমস্যার সমাধানে প্রস্তুতি রাখা।
গত ১০ বছরে ডেঙ্গু নিয়ে দেশে কি কোনো ধরনের গবেষণা হয়েছে? যে রোগটা বছর বছরই আসে, সেটা মোকাবেলায় কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে? দুর্নীতি করতে করতে সিটি কর্পোরেশন তো মশা মারার প্রাথমিক কাজটাই ঠিক মতো করেনি। ডেঙ্গু মোকাবেলায় রাষ্ট্র তথা সরকার যে চরম অবহেলা করেছে- তা কিভাবে অস্বীকার করবো আমরা? ডেঙ্গুর জন্য এই যে মানুষের মৃত্যু ঘটছে, দুর্ভোগ হচ্ছে- সরকার, তার দায়িত্ব কিভাবে এড়াবে?
মানুষের প্রতি ভালোবাসাহীন, দায়িত্বহীন কোনো সরকারের পক্ষেই তো কেবল এমন একটি সমস্যার প্রতি উদাসীন থাকা সম্ভব।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা