২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:২২

ক্লাব তো হওয়া উচিত খেলোয়াড়দের জায়গা

রিয়াজুল হক

ক্লাব তো হওয়া উচিত খেলোয়াড়দের জায়গা

রিয়াজুল হক

প্রথম যখন ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে রেইডের কথা শুনলাম, তখন মাথায় আসলো এই নামে তো একটা ফুটবল ক্লাব আছে। সেই ক্লাবটা আবার আবাহনী, মোহামেডানের কাছে অনেক গোলের ব্যবধানে হেরে যেত।

রাতে যখন টেলিভিশনের সামনে বসলাম, তখন দেখলাম রেইড দেয়া ক্লাব আর ফুটবল ক্লাব একই অর্থাৎ সেই ফকিরাপুল ইয়ংমেন্স ফুটবল ক্লাবেই ক্যাসিনো খেলা হত। একটু অবাক হলাম। পরের দিন আরও বড় বড় ক্লাবের নাম দেখতে পেলাম। সেখানেও ক্যাসিনো খেলা হয়।

পত্রিকার খবরে এখন দেখি আরও ভয়াবহ অবস্থা। দেশের অনেক ক্লাবেই নাকি জুয়ার আসর বসে। ক্লাব তো হওয়া উচিত খেলোয়াড়দের জায়গা।

ক্লাবগুলোতে যদি জুয়ার আসর বসে, তাহলে আমাদের খেলার মান উন্নয়ন কিভাবে সম্ভব? একটা জিনিস জানতে মন চাচ্ছে? আশি, নব্বইয়ের দশকে যখন আমাদের ফুটবলের মান ভালো অবস্থায় ছিল, তখনো কি ক্লাবগুলোতে এই রকম জুয়ার আসর বসতো?

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিাদিন/২২ সেপ্টেম্বর ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর