ফুলবাড়ী হাসপাতালের রোগীদেরকে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে।
স্থানীয়দের অভিযোগ, খাদ্য সবরাহকারী ঠিকাদার স্বাস্থ্য কেন্দ্রের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজস করে রোগীদেরকে তাদের বরাদ্দ অনুযায়ী খাদ্য সবরাহ না করে নিম্নমানের খাদ্য সরবরাহ করছে।
আজ সোমবার বেলা ১টার দিকে ঠিকাদারের অনিয়মের অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে।
এ ব্যাপারে সুজাপুর গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক জানান, প্রতিটি রোগীর বিপরীতে প্রতিদিনে ১২৫ টাকার খাদ্য দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু বর্তমান ঠিকাদার ৬০ থেকে ৭০ টাকার খাদ্য সরবরাহ করছেন। একই অভিযোগ করেছেন প্রতিবাদকারী আলাউল, মামুন, সোহাগ।
অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফজলুর রহমান জানান, খাদ্য সবরাহ নিয়ে ঠিকাদারের সঙ্গে স্থানীয় কিছু লোকদের দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের জের ধরে স্থানীয় কিছু লোক খাদ্যে সরবরাহ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।
তিনি আরো জানায়, প্রতিদিনে খাদ্য সবরাহের জন্য ১২৫ টাকা বরাদ্দ রয়েছে। বর্তমান বাজার অনুযায়ী যা চাহিদার তুলনায় অনেক কম। এ জন্য সবরাহকৃত খাদ্যের পরিমান অনেকের কম মনে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি তদনত্ম করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে কিছুক্ষনের মধ্যে তাদের ঘেরাও কর্মসূচী প্রত্যাহার করেন বলে জানিয়েছেন প্রতিবাদকারী মোঃ মামুন।