নগরীতে জামায়াতের মিছিল থেকে আকস্মিক ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অভিযোগপত্রে নগর জামায়াতের আমির, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম এবং নায়েবে আমির, সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৪৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল অভিযোগপত্রটি চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আকরাম হোসেন।
আদালতসূত্রে জানা গেছে, নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, নগর শিবির (উত্তর) সভাপতি মসরুর হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, চসিকের জামায়াত-দলীয় কাউন্সিলর শামসুজ্জামান হেলালীসহ ১৪৪ আসামির সবাই জামায়াত-শিবিরের রাজনীতিতে সক্রিয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৫, ৩২৭, ৩৩২, ৩৫২ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত ২৫ আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৮ নভেম্বর পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির ব্যাপক তাণ্ডব চালায়। জামায়াত-শিবিরের কর্মীরা আকস্মিক মিছিল বের করে পুলিশের পিকআপ ভ্যানসহ কমপক্ষে নয়টি গাড়ি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তিনটি দোকান ভাঙচুর করেন।
পুলিশের পিকআপ ভ্যানে হামলা চালিয়ে ২০ রাউন্ড গুলি লুট এবং বায়েজিদ থানার উপ-পরিদর্শক বশির আহমেদ, তিন কনস্টেবল ও দুজন সিএনজি অটোরিকশা চালকসহ ছয়জনকে গুরুতর আহত করেন। এ ঘটনায় বশির আহমেদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় তিনটি মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
চট্টগ্রামে জামায়াতের ১৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর