নগরীতে জামায়াতের মিছিল থেকে আকস্মিক ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অভিযোগপত্রে নগর জামায়াতের আমির, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম এবং নায়েবে আমির, সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৪৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল অভিযোগপত্রটি চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আকরাম হোসেন।
আদালতসূত্রে জানা গেছে, নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, নগর শিবির (উত্তর) সভাপতি মসরুর হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, চসিকের জামায়াত-দলীয় কাউন্সিলর শামসুজ্জামান হেলালীসহ ১৪৪ আসামির সবাই জামায়াত-শিবিরের রাজনীতিতে সক্রিয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৫, ৩২৭, ৩৩২, ৩৫২ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত ২৫ আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৮ নভেম্বর পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির ব্যাপক তাণ্ডব চালায়। জামায়াত-শিবিরের কর্মীরা আকস্মিক মিছিল বের করে পুলিশের পিকআপ ভ্যানসহ কমপক্ষে নয়টি গাড়ি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তিনটি দোকান ভাঙচুর করেন।
পুলিশের পিকআপ ভ্যানে হামলা চালিয়ে ২০ রাউন্ড গুলি লুট এবং বায়েজিদ থানার উপ-পরিদর্শক বশির আহমেদ, তিন কনস্টেবল ও দুজন সিএনজি অটোরিকশা চালকসহ ছয়জনকে গুরুতর আহত করেন। এ ঘটনায় বশির আহমেদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় তিনটি মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
চট্টগ্রামে জামায়াতের ১৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর