নগরীতে জামায়াতের মিছিল থেকে আকস্মিক ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অভিযোগপত্রে নগর জামায়াতের আমির, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম এবং নায়েবে আমির, সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৪৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল অভিযোগপত্রটি চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আকরাম হোসেন।
আদালতসূত্রে জানা গেছে, নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, নগর শিবির (উত্তর) সভাপতি মসরুর হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, চসিকের জামায়াত-দলীয় কাউন্সিলর শামসুজ্জামান হেলালীসহ ১৪৪ আসামির সবাই জামায়াত-শিবিরের রাজনীতিতে সক্রিয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৫, ৩২৭, ৩৩২, ৩৫২ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত ২৫ আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৮ নভেম্বর পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির ব্যাপক তাণ্ডব চালায়। জামায়াত-শিবিরের কর্মীরা আকস্মিক মিছিল বের করে পুলিশের পিকআপ ভ্যানসহ কমপক্ষে নয়টি গাড়ি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তিনটি দোকান ভাঙচুর করেন।
পুলিশের পিকআপ ভ্যানে হামলা চালিয়ে ২০ রাউন্ড গুলি লুট এবং বায়েজিদ থানার উপ-পরিদর্শক বশির আহমেদ, তিন কনস্টেবল ও দুজন সিএনজি অটোরিকশা চালকসহ ছয়জনকে গুরুতর আহত করেন। এ ঘটনায় বশির আহমেদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় তিনটি মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
চট্টগ্রামে জামায়াতের ১৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর