মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তুরস্কে আবার জয়ী এরদোগান

তুরস্কে আবার জয়ী এরদোগান

তুরস্কের ২৬তম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭ জুন জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, তাদের অধীনে গতকাল দ্বিতীয়বার ভোট নেওয়া হলো। ৫৫০ আসনবিশিষ্ট সংসদ নির্বাচনে ২৯টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে প্রধান ৪টি দল হচ্ছে একে পার্টি (এরদোগানের দল), এমএইচপি (জাতীয়তাবাদী দল), সিএইচপি (মোস্তফা কামাল আতাতুর্কের দল) এবং এইচডিপি (কুর্দি সমর্থিত)। নির্বাচনে, এরদোগানের দল একে পার্টি এককভাবে ৩১৭ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে চতুর্থবারের মতো। উল্লেখ্য, ৫৫০ আসনবিশিষ্ট সংসদে এককভাবে ২৭৬ আসন পেলেই সরকার গঠন করতে পারে। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ২০০২ সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একে পার্টি গঠন করেন এবং ১১ বছর প্রধানমন্ত্রী থেকে সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। একে পার্টি ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি ও সামরিক শক্তিতে দেশটি অভূতপূর্ব উন্নয়ন করতে সক্ষম হয়। দেশটির জনগণ মনে করে, আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে। নির্বাচন-পরবর্তী রাজধানী আঙ্কারায় রাতে এক ভাষণে একে পার্টির প্রধান আহমদ দাউদগলু বলেন, এ বিজয় জনগণের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় তুর্কির। জনগণ সঠিক প্রার্থীকে নির্বাচন করতে শিখেছে। তুরস্কের জনসংখ্যা প্রায় ৭ কোটি ১৫ লাখ। মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৯৯ জন। ৮৭.৩% মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনী ফলাফল : একে পার্টি ৩১৭, সিএইচপি ১৩৪, এমএইচপি ৪০ ও এইচডিপি ৫৯ আসন।

-প্রতিদিন ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর