সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা
হাইকোর্টের রায় বহাল

স্কুল-কলেজে সভাপতি পদে এমপি নয়

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে সংসদ সদস্যদের (এমপি) দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে গভর্নিং বডির বিশেষ কমিটির বিধান অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ও বহাল রাখা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সংসদ সদস্যরা স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি থাকতে বা হতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯ এর ৫ (২) এবং ৫০ ধারাকে বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এর ফলে এ বিধান অনুযায়ী স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সংসদ সদস্যদের দায়িত্ব পালন রহিত হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে যায় ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ। আদালত সেই আবেদন শুনে ‘নো অর্ডার’ দেন। এর ফলে হাইকোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আপিল বিভাগে ভিকারুননিসার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটের পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ শুনানি করেন। ?আইনজীবী ইউনুস আলী আকন্দ আদেশের পর সাংবাদিকদের বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালার ৫  ও ৫০ ধারা বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগের আদেশে বহাল রয়েছে। সুতরাং সংসদ সদস্যরা গভর্নিং বডির সভাপতি থাকতে পারছেন না। এর আগে ১৩ এপ্রিল একটি রিটের শুনানি শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং নির্বাচন ছাড়া কমিটি গঠনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯-এর ৫  ও ৫০ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এর মধ্যে ৫ (২) ধারা হচ্ছে এমপিদের সভাপতি পদ ও ৫০ ধারা হচ্ছে বিশেষ কমিটি গঠনের বিষয়ে। শুনানি শেষে হাইকোর্ট এ দুটি ধারা বাতিল করেন বলে রিটকারী আইনজীবী ইউনুস আলী জানান।

ভিকারুননিসার বিশেষ কমিটি বাতিলের রায় বহাল : এদিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে স্কুল কর্তৃপক্ষ ও বিশেষ কমিটির আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারী ?আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, আপিল বিভাগ স্কুল কর্তৃপক্ষ ও বিশেষ কমিটির আবেদনের ওপরে ‘নো অর্ডার’ দিয়েছেন। এর ফলে হাইকোর্টের রায় বহাল রয়েছে। এর আগে ১ জুন একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল অ্যাবসিলিউট (যথাযথ) ঘোষণা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির  নেতৃত্বে ভিকারুননিসার বিশেষ কমিটি বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের ফলে এমপি মেননের নেতৃত্বে ভিকারুননিসার বিশেষ কমিটি বাতিল হয়ে গেছে বলে ওই দিন রিটকারী আইনজীবী ইউনুস আলী সাংবাদিকদের জানান।

সর্বশেষ খবর