সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

খালেদা জিয়াসহ ৯ জনকে আদালতে হাজিরের নির্দেশ

আদালত প্রতিবেদক

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নয়জনকে আগামী ২৪ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ নির্দেশ দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনকে আসামি করে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। ওই বছর ৫ অক্টোবর সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন। মামলার ১৬ আসামির মধ্যে যে ১১ আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ড. খন্দকার মোশারফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী, এ কে এম মোশারফ হোসেন ও ব্যারিস্টার মো. আমিনুল হক, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম এবং পেট্রোবাংলার সাবেক পরিচালক মুইনুল আহসান। আরেক আসামি পেট্রোবাংলার সাবেক পরিচালক মো. সিরাজুল ইসলাম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। গতকাল তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির অদেশ দিয়েছে। এ ছাড়া জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামী। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া মারা যাওয়ায় মামলার আসামি হিসেবে তাদের বিচার স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর