মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টার আসামি বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি গোলাম সাইফুল্লাহ ফাহিম ফাইজুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে পৌর এলাকার দ্বারিয়াপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে তার আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে গোপনীয়তার মাধ্যমে ফাহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার বিকাল ৪টার দিকে মাদারীপুর সদর থানায় লাশ নিতে যান নিহত ফাহিমের মা ও বাবা। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাদের কথা বলতে দেওয়া হয়নি। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় হত্যা, পুলিশকে আহত ও অস্ত্র উদ্ধার নিয়ে তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ। বুধবার বিকালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্রী হোস্টেলের সামনে কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর বাসায় হামলা চালায় ৩ দুর্বৃত্ত। হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরের গোলাম ফারুকের ছেলে গোলাম সাইফুল্লাহ ফাহিমকে (২০) আটক করে স্থানীয় জনতা। পরদিন বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয় এবং শুক্রবার বিকালে ফাহিমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে বন্দুকযুদ্ধে ফাহিম মারা যায়। নিহত ফাহিমের চাচি সুলেরা বেগম জানান, ফাহিমের বাবা গোলাম ফারুক ঢাকায় বিয়ে করেন। ফাহিমের জন্ম ঢাকায়। তবে তার পিতা গোলাম ফারুকের চাঁপাইনবাবগঞ্জের বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। ফাহিমরা ঈদ করতে বাড়িতে আসত। ফাহিমকে শান্ত এবং ভদ্র ছেলে হিসেবে দেখেছেন তারা। সে নিয়মিত মসজিদে গিয়ে নামাজও পড়ত। ফাহিম ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করত এবং সবাইকে নামাজ পাড়ার তাগিদ দিত। সেই ফাহিম যে জঙ্গি তত্পরতায় জড়িয়ে পড়েছে এটা তারা ভাবতেই পারছেন না। এদিকে, বুধবার রাতে তার চাচা এমদাদুল হককে সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই পুরো পরিবার অজানা আতঙ্কে রয়েছে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
গোপনে দাফন ফাহিমের লাশ
চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর