শিরোনাম
মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না

গুলশান ট্র্যাজেডির ঘটনায় দেশে বিদেশি বিনিয়োগে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বিকালে সিলেটের রিকাবীবাজারে ডা. চঞ্চল রোড উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘দুঃখজনক ঘটনা হলো বিদেশিরা এখানে একটু সাবধানে আসবে। তবে এর প্রতিক্রিয়ায় বিনিয়োগে তেমন কিছু হবে বলে মনে হচ্ছে না। কয়েক  দিন অপেক্ষা করতে হবে, দেখতে হবে।’ অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের চিন্তা করতে হবে শেখ হাসিনা প্রমাণ করেছেন- তিনি সন্ত্রাসবাদকে জিরো টলারেন্সে দেখছেন। তবে এ ঘটনার পর আমাদের সাবধান হতে হবে। এর কারণে দেশের ইকোনমিক স্ট্যান্ডিং ও ইকোনমিক প্রসেসে কোনো প্রভাব ফেলবে না।’ এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিকুল হাদি, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কোহিনুর ইয়াসমিন ঝরনা প্রমুখ।

সর্বশেষ খবর