স্বনামখ্যাত সাংবাদিক এম জে আকবর (মুবাশ্বির জাভেদ আকবর) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হলেন ৫ জুলাই। আকবরের জন্ম ১৯৫১ সালের ১১ জানুয়ারি। তার পিতামহ ছিলেন হিন্দু। নাম প্রয়াগ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের তেলেনিপাড়ার বাসিন্দা প্রয়াগ এক মুসলিম নারীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হয়েছিলেন রহমত উল্লাহ। বিয়ে করেন ওই মুসলিম নারীকে। এম জে আকবর লেখাপড়া শেষ করে ১৯৭১ সালে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’য় নবিস হিসেবে যোগ দেন। কয়েক মাসের মধ্যেই সাব-এডিটর পদে যোগ দেন সবচেয়ে বিক্রিত ম্যাগাজিন ‘দ্য ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’-তে। ওখানে ফিচারে নজর কাড়েন তিনি। ১৯৭৬ সালে তিনি কলকাতায় এসে আনন্দবাজার গ্রুপের ‘দ্য সানডে’-তে সাব-এডিটর পদে যোগ দেন। এরপর একাধিক সময়ে দ্য টেলিগ্রাফ, দ্য ডেকান ক্রনিকাল, ইন্ডিয়া টুডে, এশিয়ান এজ, বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক সংবাদমাধ্যমে যুক্ত ছিলেন। সাংবাদিক থাকতেই রাজনীতিতে যোগ দেন আকবর। প্রথমেই তার যোগদান কংগ্রেসে। ১৯৮৯ সালে বিহারের কিষাণগঞ্জের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে ফের ওই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করে হেরে যান। কিন্তু রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তার সরকারি মুখপাত্র নিযুক্ত হন এম জে আকবর। ১৯৯১ সালেই কংগ্রেস সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। ১৯৯২ সালের ডিসেম্বর ওই পদ থেকে ইস্তফা দিয়ে ফের সাংবাদিকতার জগতে ফিরে এসে পুরোদমে লেখালেখি শুরু করেন। একাধিক বইও লিখেছেন তিনি। জওহরলাল নেহেরুর জীবনী নিয়েও বই লিখেছিলেন আকবর। ২০০২ সালে গুজরাটের দাঙ্গার পর নরেন্দ্র মোদির তীব্র সমালোচক হয়ে ওঠেন আকবর। পরবর্তী সময়ে তিনিই মোদির কাছাকাছি আসেন, তার কাজের প্রশংসায় ভরিয়ে দেন। ২০১৪ সালের মার্চ মাসে বিজেপিতে নাম লেখান তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পরই তাকে দলীয় মুখপাত্র নিয়োগ করা হয়। বিজেপিতে যোগ দিয়েই আকবর জানিয়েছিলেন, নীতির জন্যই তিনি রাজনীতিতে ফিরে এসেছেন। দেশের জন্য নরেন্দ্র মোদির নেতৃত্ব এখন অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। সুশিক্ষিত ও অত্যন্ত সুবক্তা এম জে আকবরকে সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় জিতিয়ে আনে বিজেপি। সেখান থেকে একেবারে মন্ত্রিসভায়। বলা হয়, ভারতীয় রাজনীতিতে এ রকম উত্থান বিরল।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর