স্বনামখ্যাত সাংবাদিক এম জে আকবর (মুবাশ্বির জাভেদ আকবর) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হলেন ৫ জুলাই। আকবরের জন্ম ১৯৫১ সালের ১১ জানুয়ারি। তার পিতামহ ছিলেন হিন্দু। নাম প্রয়াগ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের তেলেনিপাড়ার বাসিন্দা প্রয়াগ এক মুসলিম নারীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হয়েছিলেন রহমত উল্লাহ। বিয়ে করেন ওই মুসলিম নারীকে। এম জে আকবর লেখাপড়া শেষ করে ১৯৭১ সালে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’য় নবিস হিসেবে যোগ দেন। কয়েক মাসের মধ্যেই সাব-এডিটর পদে যোগ দেন সবচেয়ে বিক্রিত ম্যাগাজিন ‘দ্য ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’-তে। ওখানে ফিচারে নজর কাড়েন তিনি। ১৯৭৬ সালে তিনি কলকাতায় এসে আনন্দবাজার গ্রুপের ‘দ্য সানডে’-তে সাব-এডিটর পদে যোগ দেন। এরপর একাধিক সময়ে দ্য টেলিগ্রাফ, দ্য ডেকান ক্রনিকাল, ইন্ডিয়া টুডে, এশিয়ান এজ, বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক সংবাদমাধ্যমে যুক্ত ছিলেন। সাংবাদিক থাকতেই রাজনীতিতে যোগ দেন আকবর। প্রথমেই তার যোগদান কংগ্রেসে। ১৯৮৯ সালে বিহারের কিষাণগঞ্জের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে ফের ওই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করে হেরে যান। কিন্তু রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তার সরকারি মুখপাত্র নিযুক্ত হন এম জে আকবর। ১৯৯১ সালেই কংগ্রেস সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। ১৯৯২ সালের ডিসেম্বর ওই পদ থেকে ইস্তফা দিয়ে ফের সাংবাদিকতার জগতে ফিরে এসে পুরোদমে লেখালেখি শুরু করেন। একাধিক বইও লিখেছেন তিনি। জওহরলাল নেহেরুর জীবনী নিয়েও বই লিখেছিলেন আকবর। ২০০২ সালে গুজরাটের দাঙ্গার পর নরেন্দ্র মোদির তীব্র সমালোচক হয়ে ওঠেন আকবর। পরবর্তী সময়ে তিনিই মোদির কাছাকাছি আসেন, তার কাজের প্রশংসায় ভরিয়ে দেন। ২০১৪ সালের মার্চ মাসে বিজেপিতে নাম লেখান তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পরই তাকে দলীয় মুখপাত্র নিয়োগ করা হয়। বিজেপিতে যোগ দিয়েই আকবর জানিয়েছিলেন, নীতির জন্যই তিনি রাজনীতিতে ফিরে এসেছেন। দেশের জন্য নরেন্দ্র মোদির নেতৃত্ব এখন অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। সুশিক্ষিত ও অত্যন্ত সুবক্তা এম জে আকবরকে সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় জিতিয়ে আনে বিজেপি। সেখান থেকে একেবারে মন্ত্রিসভায়। বলা হয়, ভারতীয় রাজনীতিতে এ রকম উত্থান বিরল।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ