আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ বলেছেন, শুধু শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করলেই হবে না, তৃণমূল পর্যায়ের যুদ্ধাপরাধীদেরও বিচার করতে হবে। অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া। বিচার চলমান থাকবে। এই বিচার একে একে সম্পন্ন করতে হবে। এটি আজ জাতীয় দাবি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তুরিন আফরোজ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিজস্ব গতিতেই চলছে। আজ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে। রায় কার্যকর হয়েছে। আরও কিছু মামলার আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, এখন ভাবার সময় এসেছে, একাত্তরের মুক্তিযুদ্ধের পাঠ পাঠ্যপুস্তকে আনা যায় কিনা, যুদ্ধাপরাধীদের পরিবার ও তাদের পরবর্তী প্রজন্মের ওপরে নজরদারি করা যায় কিনা। তিনি আরও বলেন, এই বিচার ও রায় নিয়ে আমাদের আত্মতৃপ্তিতে ভোগার কোনো অবকাশ নেই। মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধে আমরা জয়ী হয়েছি। সশস্ত্র যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি। এই লড়াই চালিয়ে যেতে হয় প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। তাই আত্মতৃপ্তিতে ভুগে আমরা থেমে গেলে যুদ্ধাপরাধীরা ও তাদের প্রজন্ম আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ কারণে আমাদের সজাগ থাকতে হবে। প্রসিকিউটর তুরিন বলেন, এখনো যেসব মামলার বিচার চলছে, আমরা আশা করি সেগুলোতেও কাঙ্ক্ষিত রায় পাব এবং তা কার্যকর করা হবে। তিনি বলেন, মীর কাসেম আলীসহ অন্য যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের বিষয়ে বলতে চাই, যতই বাধা আসুক বিচার চলবে। এ বিচার ঠেকিয়ে রাখা যায়নি, যাবেও না। সত্য একদিন প্রকাশিত হবেই। এসব মামলার বিচারের মাধ্যমে এটাই আজ প্রমাণিত হয়েছে।
শিরোনাম
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি