আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ বলেছেন, শুধু শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করলেই হবে না, তৃণমূল পর্যায়ের যুদ্ধাপরাধীদেরও বিচার করতে হবে। অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া। বিচার চলমান থাকবে। এই বিচার একে একে সম্পন্ন করতে হবে। এটি আজ জাতীয় দাবি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তুরিন আফরোজ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিজস্ব গতিতেই চলছে। আজ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে। রায় কার্যকর হয়েছে। আরও কিছু মামলার আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, এখন ভাবার সময় এসেছে, একাত্তরের মুক্তিযুদ্ধের পাঠ পাঠ্যপুস্তকে আনা যায় কিনা, যুদ্ধাপরাধীদের পরিবার ও তাদের পরবর্তী প্রজন্মের ওপরে নজরদারি করা যায় কিনা। তিনি আরও বলেন, এই বিচার ও রায় নিয়ে আমাদের আত্মতৃপ্তিতে ভোগার কোনো অবকাশ নেই। মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধে আমরা জয়ী হয়েছি। সশস্ত্র যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি। এই লড়াই চালিয়ে যেতে হয় প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। তাই আত্মতৃপ্তিতে ভুগে আমরা থেমে গেলে যুদ্ধাপরাধীরা ও তাদের প্রজন্ম আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ কারণে আমাদের সজাগ থাকতে হবে। প্রসিকিউটর তুরিন বলেন, এখনো যেসব মামলার বিচার চলছে, আমরা আশা করি সেগুলোতেও কাঙ্ক্ষিত রায় পাব এবং তা কার্যকর করা হবে। তিনি বলেন, মীর কাসেম আলীসহ অন্য যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের বিষয়ে বলতে চাই, যতই বাধা আসুক বিচার চলবে। এ বিচার ঠেকিয়ে রাখা যায়নি, যাবেও না। সত্য একদিন প্রকাশিত হবেই। এসব মামলার বিচারের মাধ্যমে এটাই আজ প্রমাণিত হয়েছে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
তৃণমূলের যুদ্ধাপরাধীদেরও বিচার করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর