আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ বলেছেন, শুধু শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করলেই হবে না, তৃণমূল পর্যায়ের যুদ্ধাপরাধীদেরও বিচার করতে হবে। অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া। বিচার চলমান থাকবে। এই বিচার একে একে সম্পন্ন করতে হবে। এটি আজ জাতীয় দাবি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তুরিন আফরোজ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিজস্ব গতিতেই চলছে। আজ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে। রায় কার্যকর হয়েছে। আরও কিছু মামলার আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, এখন ভাবার সময় এসেছে, একাত্তরের মুক্তিযুদ্ধের পাঠ পাঠ্যপুস্তকে আনা যায় কিনা, যুদ্ধাপরাধীদের পরিবার ও তাদের পরবর্তী প্রজন্মের ওপরে নজরদারি করা যায় কিনা। তিনি আরও বলেন, এই বিচার ও রায় নিয়ে আমাদের আত্মতৃপ্তিতে ভোগার কোনো অবকাশ নেই। মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধে আমরা জয়ী হয়েছি। সশস্ত্র যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি। এই লড়াই চালিয়ে যেতে হয় প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। তাই আত্মতৃপ্তিতে ভুগে আমরা থেমে গেলে যুদ্ধাপরাধীরা ও তাদের প্রজন্ম আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ কারণে আমাদের সজাগ থাকতে হবে। প্রসিকিউটর তুরিন বলেন, এখনো যেসব মামলার বিচার চলছে, আমরা আশা করি সেগুলোতেও কাঙ্ক্ষিত রায় পাব এবং তা কার্যকর করা হবে। তিনি বলেন, মীর কাসেম আলীসহ অন্য যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের বিষয়ে বলতে চাই, যতই বাধা আসুক বিচার চলবে। এ বিচার ঠেকিয়ে রাখা যায়নি, যাবেও না। সত্য একদিন প্রকাশিত হবেই। এসব মামলার বিচারের মাধ্যমে এটাই আজ প্রমাণিত হয়েছে।
শিরোনাম
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
তৃণমূলের যুদ্ধাপরাধীদেরও বিচার করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর