একপ্রান্ত থেকে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, আরেকপ্রান্তে শক্ত হাতে ব্যাট করছেন দিনেশ চন্ডিমাল! একাই যেন পুরো শ্রীলঙ্কার ভারটা কাঁধে তুলে নিয়েছেন তিনি। গতকাল বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করলেও কেবল এই চন্ডিমালকেই বোকা বানাতে পারেননি। তবে চন্ডিমালের ইনিংসটা বাদ দিলে লঙ্কার স্কোর বোর্ডটা ধু ধু করছে! প্রথম দিন শেষে শ্রীলঙ্কা করেছে ২৩৮ রান, তার মধ্যে চন্ডিমাল একাই ৮৬! এখনো অপরাজিত রয়েছেন। গতকাল সারা দিন বাংলাদেশ দুর্দান্ত বোলিং করলেও শেষ পর্যন্ত গলার কাঁটা হয়ে রইলেন এই চন্ডিমাল। সব কিছু মিলিয়ে শততম টেস্টের প্রথম দিনটা কিন্তু বাংলাদেশেরই। গতকাল শুরু থেকেই লঙ্কান ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশের বোলাররা। প্রথম তিন ওভারে তিন মেডেন। টস হারায় মুশফিকের মনে যে কষ্ট ছিল তাণ্ডবে বোলিং করে তা দূর করে দেন বোলাররা। অন্যদিকে টস জয়টা হয়তো সৌভাগ্যের ছিল লঙ্কানদের জন্য! সে কারণেই কিনা অপয়া-১৩তে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ২৪ রানে দ্বিতীয় উইকেট, ৩৫ রানে তৃতীয় উইকেট পড়ে যায়। শ্রীলঙ্কা চতুর্থ হারায় ৭০ রানেই। প্রথম সেশনেই যেন ব্যাকফুটে চলে যায় হেরাথবাহিনী। এক সময় মনে হচ্ছিল শততম টেস্টে বাংলাদেশের বোলাররা হয়তো লঙ্কানদের একশ রানের মধ্যে গুটিয়ে দেবে! কিন্তু চার নম্বরে ব্যাট করতে নামা চন্ডিমাল রুখে দাঁড়ান। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ভরসা দিচ্ছেন এই ব্যাটসম্যানই। তবে কাল বার বার সৌভাগ্যের ছোঁয়া পেয়েছেন চন্ডিমাল! এই লঙ্কান ব্যাটসম্যান ৩৯ রানের মাথায় আউট হয়েছিলেন! সাকিব আল হাসানের বলে লেগ বিফোর হয়ে যান। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান। ৩৩ রানে একবার বেঁচে গিয়েছিলেন। একটুর জন্য সাকিবের থ্রো স্ট্যাম্পে লাগেনি। তাইজুলের বলেও একটা সুযোগ পেয়েছেন। ৪৬ রানের মাথায় চন্ডিমাল ক্যাচ তুলে দিয়েছিলেন। ফাইন লেগে দারুণ ক্যাচটাও লুফে নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেবারও বেঁচে যান। বার বার নতুন জীবন পেয়ে শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন চন্ডিমাল। অষ্টম উইকেটে অধিনায়ক হেরাথের সঙ্গে গড়েছেন ৪৩ রানের জুটি। বাংলাদেশের বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন চন্ডিমাল।
শিরোনাম
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
স্বপ্নের মতোই প্রথম দিন
শততম টেস্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর