তামিম ইকবালের উপহার দেওয়া ‘সিএ’ কোম্পানির ব্যাট দিয়েই খেলেন রুমানা আহমেদ। কিন্তু গতকাল ব্যাট হাতে বাইশগজে তার যাওয়ার প্রয়োজনই হয়নি। তারপরও বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপে স্বপ্নের ফাইনালে তুলে দিয়ে ম্যাচসেরা রুমানা। বল হাতে দেখিয়েছেন ক্যারিশমা। মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশ মালয়েশিয়াকে হারিয়েছে ৭০ রানের বিশাল ব্যবধানে। দিনের অন্য ম্যাচে পাকিস্তানের মেয়েদের ৭ উইকেটে হারিয়ে টানা সপ্তমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা। মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভাল মাঠে আজ ফাইনালে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার বিরুদ্ধে রুমানার চার ওভারের বোলিং ফিগারটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো— ৪-১-৮-৩! টি-২০ ক্রিকেটে এমন বোলিং সত্যিই অবিশ্বাস্য। ২৪ বলের মধ্যে ১৯টি ‘ডট’ করেছেন রুমানা। জাদুকরি বোলিং ক্যারিশমা দেখিয়েছেন অধিনায়ক সালমা খাতুনও। তিনি অবশ্য রুমানার চেয়েও দুটি ডট বল বেশি করেছেন। তবে সালমা উইকেট পেয়েছেন মাত্র একটি। মেডেন নেই, রান দিয়েছেন ৯। নাহিদা আকতারই বা কম কিসে! চার ওভারে মাত্র ১৩ রানে এক উইকেট। বল হাতে জাহানারা আলম কিংবা খাদিজাতুল কোবরাও খারাপ করেননি। তিন ওভারে ৯ রানে এক উইকেট জাহানারার, কোবরা ৮ রানে দিয়ে এক উইকেট। তাদের তুলনায় একটুখানি খরুচে ছিলেন ফাহিমা খাতুন। দুই ওভারে উইকেট পাননি, রান দিয়েছেন ৯। কিন্তু কাল তো ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন এই ফাহিমা। স্লগ ওভারে মাত্র ১২ বলে খেলেছেন অপরাজিত ২৬ রানের ইনিংস। গতকাল বাংলাদেশের মেয়েরা যে প্রথমে ব্যাট করে স্বাগতিক মালয়েশিয়াকে ১৩১ রানের টার্গেট দিয়েছিল তার পেছনে বড় অবদান ফাহিমার সাইক্লোন ইনিংসটির। দুই ওপেনার শারমিন সুলতানা ও আয়েশা রহমানের ব্যাটিং ভূয়সী প্রশংসা পাওয়ার যোগ্য। তারা দুজনে মিলেই প্রথম ১০ ওভার (৫৯ বল) কাটিয়ে দিয়েছেন। যদিও তারা রানের গতি বাড়াতে পারেননি। তবে দলকে শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন। শারমিন ৪৩ এবং ৩১ রান করেছেন আয়েশা। প্রতিপক্ষ দুর্বল মালয়েশিয়া হলে বেশি সতর্ক হয়ে খেলতে গিয়ে বাংলাদেশ ১৩০ রানের বেশি করতে পারেননি। রুমানা-সালমাদের জাদুকরি বোলিংয়ের বিরুদ্ধে এই স্কোরটাই মালয়েশিয়ান মেয়েদের কাছে মাউন্ট এভারেস্ট! ৪ হাজার মিটার উচ্চতার মাউন্ট কিনাবালু শৃঙ্গে (মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ) যারা উঠার কথা চিন্তাও করেন না তারা ৯ হাজার মিটার উচ্চতার এভারেস্ট জয় করার দুঃসাহস দেখাবেন কি করে! ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করে মালয়েশিয়া। সালমারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও তারপর টানা চার ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। গ্রুপপর্বে ভারতকেও হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আজ ফাইনালে সেই ভারতকে আরেকবার হারাতে পারলে সৃষ্টি হবে নতুন ইতিহাস। টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের দর্পচূর্ণ হবে। বাংলার মেয়েরা কি আজ পারবেন এশিয়া কাপে নতুন অধ্যায় সংযোজন করতে! ইতিহাস যে তাদের হাতছানি দিয়ে ডাকছে!
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার