তামিম ইকবালের উপহার দেওয়া ‘সিএ’ কোম্পানির ব্যাট দিয়েই খেলেন রুমানা আহমেদ। কিন্তু গতকাল ব্যাট হাতে বাইশগজে তার যাওয়ার প্রয়োজনই হয়নি। তারপরও বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপে স্বপ্নের ফাইনালে তুলে দিয়ে ম্যাচসেরা রুমানা। বল হাতে দেখিয়েছেন ক্যারিশমা। মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশ মালয়েশিয়াকে হারিয়েছে ৭০ রানের বিশাল ব্যবধানে। দিনের অন্য ম্যাচে পাকিস্তানের মেয়েদের ৭ উইকেটে হারিয়ে টানা সপ্তমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা। মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভাল মাঠে আজ ফাইনালে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার বিরুদ্ধে রুমানার চার ওভারের বোলিং ফিগারটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো— ৪-১-৮-৩! টি-২০ ক্রিকেটে এমন বোলিং সত্যিই অবিশ্বাস্য। ২৪ বলের মধ্যে ১৯টি ‘ডট’ করেছেন রুমানা। জাদুকরি বোলিং ক্যারিশমা দেখিয়েছেন অধিনায়ক সালমা খাতুনও। তিনি অবশ্য রুমানার চেয়েও দুটি ডট বল বেশি করেছেন। তবে সালমা উইকেট পেয়েছেন মাত্র একটি। মেডেন নেই, রান দিয়েছেন ৯। নাহিদা আকতারই বা কম কিসে! চার ওভারে মাত্র ১৩ রানে এক উইকেট। বল হাতে জাহানারা আলম কিংবা খাদিজাতুল কোবরাও খারাপ করেননি। তিন ওভারে ৯ রানে এক উইকেট জাহানারার, কোবরা ৮ রানে দিয়ে এক উইকেট। তাদের তুলনায় একটুখানি খরুচে ছিলেন ফাহিমা খাতুন। দুই ওভারে উইকেট পাননি, রান দিয়েছেন ৯। কিন্তু কাল তো ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন এই ফাহিমা। স্লগ ওভারে মাত্র ১২ বলে খেলেছেন অপরাজিত ২৬ রানের ইনিংস। গতকাল বাংলাদেশের মেয়েরা যে প্রথমে ব্যাট করে স্বাগতিক মালয়েশিয়াকে ১৩১ রানের টার্গেট দিয়েছিল তার পেছনে বড় অবদান ফাহিমার সাইক্লোন ইনিংসটির। দুই ওপেনার শারমিন সুলতানা ও আয়েশা রহমানের ব্যাটিং ভূয়সী প্রশংসা পাওয়ার যোগ্য। তারা দুজনে মিলেই প্রথম ১০ ওভার (৫৯ বল) কাটিয়ে দিয়েছেন। যদিও তারা রানের গতি বাড়াতে পারেননি। তবে দলকে শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন। শারমিন ৪৩ এবং ৩১ রান করেছেন আয়েশা। প্রতিপক্ষ দুর্বল মালয়েশিয়া হলে বেশি সতর্ক হয়ে খেলতে গিয়ে বাংলাদেশ ১৩০ রানের বেশি করতে পারেননি। রুমানা-সালমাদের জাদুকরি বোলিংয়ের বিরুদ্ধে এই স্কোরটাই মালয়েশিয়ান মেয়েদের কাছে মাউন্ট এভারেস্ট! ৪ হাজার মিটার উচ্চতার মাউন্ট কিনাবালু শৃঙ্গে (মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ) যারা উঠার কথা চিন্তাও করেন না তারা ৯ হাজার মিটার উচ্চতার এভারেস্ট জয় করার দুঃসাহস দেখাবেন কি করে! ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করে মালয়েশিয়া। সালমারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও তারপর টানা চার ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। গ্রুপপর্বে ভারতকেও হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আজ ফাইনালে সেই ভারতকে আরেকবার হারাতে পারলে সৃষ্টি হবে নতুন ইতিহাস। টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের দর্পচূর্ণ হবে। বাংলার মেয়েরা কি আজ পারবেন এশিয়া কাপে নতুন অধ্যায় সংযোজন করতে! ইতিহাস যে তাদের হাতছানি দিয়ে ডাকছে!
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা