তামিম ইকবালের উপহার দেওয়া ‘সিএ’ কোম্পানির ব্যাট দিয়েই খেলেন রুমানা আহমেদ। কিন্তু গতকাল ব্যাট হাতে বাইশগজে তার যাওয়ার প্রয়োজনই হয়নি। তারপরও বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপে স্বপ্নের ফাইনালে তুলে দিয়ে ম্যাচসেরা রুমানা। বল হাতে দেখিয়েছেন ক্যারিশমা। মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশ মালয়েশিয়াকে হারিয়েছে ৭০ রানের বিশাল ব্যবধানে। দিনের অন্য ম্যাচে পাকিস্তানের মেয়েদের ৭ উইকেটে হারিয়ে টানা সপ্তমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা। মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভাল মাঠে আজ ফাইনালে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার বিরুদ্ধে রুমানার চার ওভারের বোলিং ফিগারটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো— ৪-১-৮-৩! টি-২০ ক্রিকেটে এমন বোলিং সত্যিই অবিশ্বাস্য। ২৪ বলের মধ্যে ১৯টি ‘ডট’ করেছেন রুমানা। জাদুকরি বোলিং ক্যারিশমা দেখিয়েছেন অধিনায়ক সালমা খাতুনও। তিনি অবশ্য রুমানার চেয়েও দুটি ডট বল বেশি করেছেন। তবে সালমা উইকেট পেয়েছেন মাত্র একটি। মেডেন নেই, রান দিয়েছেন ৯। নাহিদা আকতারই বা কম কিসে! চার ওভারে মাত্র ১৩ রানে এক উইকেট। বল হাতে জাহানারা আলম কিংবা খাদিজাতুল কোবরাও খারাপ করেননি। তিন ওভারে ৯ রানে এক উইকেট জাহানারার, কোবরা ৮ রানে দিয়ে এক উইকেট। তাদের তুলনায় একটুখানি খরুচে ছিলেন ফাহিমা খাতুন। দুই ওভারে উইকেট পাননি, রান দিয়েছেন ৯। কিন্তু কাল তো ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন এই ফাহিমা। স্লগ ওভারে মাত্র ১২ বলে খেলেছেন অপরাজিত ২৬ রানের ইনিংস। গতকাল বাংলাদেশের মেয়েরা যে প্রথমে ব্যাট করে স্বাগতিক মালয়েশিয়াকে ১৩১ রানের টার্গেট দিয়েছিল তার পেছনে বড় অবদান ফাহিমার সাইক্লোন ইনিংসটির। দুই ওপেনার শারমিন সুলতানা ও আয়েশা রহমানের ব্যাটিং ভূয়সী প্রশংসা পাওয়ার যোগ্য। তারা দুজনে মিলেই প্রথম ১০ ওভার (৫৯ বল) কাটিয়ে দিয়েছেন। যদিও তারা রানের গতি বাড়াতে পারেননি। তবে দলকে শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন। শারমিন ৪৩ এবং ৩১ রান করেছেন আয়েশা। প্রতিপক্ষ দুর্বল মালয়েশিয়া হলে বেশি সতর্ক হয়ে খেলতে গিয়ে বাংলাদেশ ১৩০ রানের বেশি করতে পারেননি। রুমানা-সালমাদের জাদুকরি বোলিংয়ের বিরুদ্ধে এই স্কোরটাই মালয়েশিয়ান মেয়েদের কাছে মাউন্ট এভারেস্ট! ৪ হাজার মিটার উচ্চতার মাউন্ট কিনাবালু শৃঙ্গে (মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ) যারা উঠার কথা চিন্তাও করেন না তারা ৯ হাজার মিটার উচ্চতার এভারেস্ট জয় করার দুঃসাহস দেখাবেন কি করে! ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করে মালয়েশিয়া। সালমারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও তারপর টানা চার ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। গ্রুপপর্বে ভারতকেও হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আজ ফাইনালে সেই ভারতকে আরেকবার হারাতে পারলে সৃষ্টি হবে নতুন ইতিহাস। টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের দর্পচূর্ণ হবে। বাংলার মেয়েরা কি আজ পারবেন এশিয়া কাপে নতুন অধ্যায় সংযোজন করতে! ইতিহাস যে তাদের হাতছানি দিয়ে ডাকছে!
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
স্বপ্নের ফাইনালে বাংলার মেয়েরা
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর