শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

খালেদার জামিন প্রশ্নে আদেশ ১২ আগস্ট

এমন অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীও ছিলেন : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

‘বর্তমানে যে ধরনের অসুস্থতার কথা বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চাওয়া হচ্ছে— এমন অসুস্থতা নিয়েই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার মামলায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানিতে আদালতের কাছে এ যুক্তি তুলে ধরেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শুনানি শেষে খালেদার জামিন প্রশ্নে আদেশ দেওয়ার জন্য ১২ আগস্ট দিন ঠিক করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের এ দিন ধার্য করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ড. বশির উল্লাহ।

অন্যদিকে, খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান, অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ। গত ৭ আগস্ট চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর আগে গত সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়। এ মামলায় গত ১ জুলাই খালেদাকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট বহাল রাখে কুমিল্লার আদালত। এরপর খালেদা জিয়া হাই কোর্টে এ মামলায় জামিন আবেদন করেন।

সর্বশেষ খবর