শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঢাকা ও নড়াইলে দুই মামলায় খালেদার জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও নড়াইলে দুই মামলায় খালেদার জামিন বহাল

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ঢাকা ও নড়াইলে করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১ অক্টোবর আবেদনটি শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও এহসানুর রহমান। মানহানির অভিযোগে নড়াইলের আদালতে করা এ মামলায় খালেদা জিয়াকে ১৩ আগস্ট ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট। এর ওপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মানহানির অভিযোগে ঢাকায় করা মামলায় খালেদা জিয়াকে ১৪ আগস্ট ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল এ বিষয়ে শুনানি হয়।

 চেম্বার আদালত স্থগিতাদেশ না দেওয়ায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া ছয় মাসের জামিন আদেশই বহাল থাকছে বলে তাঁর আইনজীবীরা জানান। নড়াইলের জেলা ও দায়রা জজ আদালত ৫ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করলে ৯ আগস্ট হাই কোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইলের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। নড়াইলের স্থানীয় আওয়ামী লীগ নেতা রায়হান ফারুকী ওই মামলা দায়ের করেন। ওই বছরের ২১ ডিসেম্বর ঢাকায় এক আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন। ওই বক্তব্যের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায়ও মানহানির মামলা করা হয়।

সর্বশেষ খবর