পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ পঞ্চম এশিয়ান টাইগার হিসেবে আবির্ভূত হবে। এজন্য আমরা অর্থনীতিকে এমনভাবে সাজাব যে, যেসব বিনিয়োগ বিদেশে গিয়েছে তা দেশে ফিরে আসবে। সুযোগ-সুবিধা পেলে ব্যবসায়ীরা অবশ্যই আবার এ দেশে বিনিয়োগ করবেন। আমাদের কাজটি হবে বিনিয়োগবান্ধব, রপ্তানিবান্ধব, শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা।’ গতকাল রাজধানীর গুলশানে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত ব্যবসায়িক নেটওয়ার্কিং সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বিজিসিসিআইর সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিজিসিসিআইর নির্বাহী পরিচালক এম এ মতিন ও সিইএমএস গ্লোবাল সভাপতি মেহেরুন নেসা ইসলাম। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা যে লক্ষ্যে যাচ্ছি, যেভাবে যাচ্ছি, তাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিজনেস ইনসাইডারের গবেষণায় বেরিয়ে এসেছে পঞ্চম এশিয়ান টাইগার হবে বাংলাদেশ। আমাদের চারটি এশিয়ান টাইগারের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। কেননা যে চারটি এশিয়ান টাইগার রয়েছে, তাদের কেউই ৩০ বছরের বেশি সময় নেয়নি। সময় এখন বাংলাদেশের। আমরা সেটিই প্রমাণ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক এলাকার ৮০ ভাগের ওপরে বেসরকারি খাত। আমাদের ভবিষ্যৎ চিন্তা, আমরা বেসরকারি খাতকে উজ্জীবিত করে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করব। এখন আমরা যাব অধিক শিল্পায়নে, যেখানে এখনো আমরা পিছিয়ে আছি। এর মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। দারিদ্র্য কমানো ও রাজস্ব আদায়ের খাত তৈরি করব। শিল্পায়নে যখন যাব সে সময় আমরা লক্ষ্য রাখব, শিল্প খাতে এমন শক্তিশালী প্রণোদনা দেব যে পৃথিবীর কোনো দেশ দিতে পারবে না এবং আমাদের সঙ্গে প্রতিযোগিতাও করতে পারবে না।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ