পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ পঞ্চম এশিয়ান টাইগার হিসেবে আবির্ভূত হবে। এজন্য আমরা অর্থনীতিকে এমনভাবে সাজাব যে, যেসব বিনিয়োগ বিদেশে গিয়েছে তা দেশে ফিরে আসবে। সুযোগ-সুবিধা পেলে ব্যবসায়ীরা অবশ্যই আবার এ দেশে বিনিয়োগ করবেন। আমাদের কাজটি হবে বিনিয়োগবান্ধব, রপ্তানিবান্ধব, শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা।’ গতকাল রাজধানীর গুলশানে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত ব্যবসায়িক নেটওয়ার্কিং সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বিজিসিসিআইর সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিজিসিসিআইর নির্বাহী পরিচালক এম এ মতিন ও সিইএমএস গ্লোবাল সভাপতি মেহেরুন নেসা ইসলাম। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা যে লক্ষ্যে যাচ্ছি, যেভাবে যাচ্ছি, তাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিজনেস ইনসাইডারের গবেষণায় বেরিয়ে এসেছে পঞ্চম এশিয়ান টাইগার হবে বাংলাদেশ। আমাদের চারটি এশিয়ান টাইগারের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। কেননা যে চারটি এশিয়ান টাইগার রয়েছে, তাদের কেউই ৩০ বছরের বেশি সময় নেয়নি। সময় এখন বাংলাদেশের। আমরা সেটিই প্রমাণ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক এলাকার ৮০ ভাগের ওপরে বেসরকারি খাত। আমাদের ভবিষ্যৎ চিন্তা, আমরা বেসরকারি খাতকে উজ্জীবিত করে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করব। এখন আমরা যাব অধিক শিল্পায়নে, যেখানে এখনো আমরা পিছিয়ে আছি। এর মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। দারিদ্র্য কমানো ও রাজস্ব আদায়ের খাত তৈরি করব। শিল্পায়নে যখন যাব সে সময় আমরা লক্ষ্য রাখব, শিল্প খাতে এমন শক্তিশালী প্রণোদনা দেব যে পৃথিবীর কোনো দেশ দিতে পারবে না এবং আমাদের সঙ্গে প্রতিযোগিতাও করতে পারবে না।’
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
বিদেশে বাংলাদেশি বিনিয়োগ ফিরিয়ে আনা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর