পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ পঞ্চম এশিয়ান টাইগার হিসেবে আবির্ভূত হবে। এজন্য আমরা অর্থনীতিকে এমনভাবে সাজাব যে, যেসব বিনিয়োগ বিদেশে গিয়েছে তা দেশে ফিরে আসবে। সুযোগ-সুবিধা পেলে ব্যবসায়ীরা অবশ্যই আবার এ দেশে বিনিয়োগ করবেন। আমাদের কাজটি হবে বিনিয়োগবান্ধব, রপ্তানিবান্ধব, শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা।’ গতকাল রাজধানীর গুলশানে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত ব্যবসায়িক নেটওয়ার্কিং সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বিজিসিসিআইর সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিজিসিসিআইর নির্বাহী পরিচালক এম এ মতিন ও সিইএমএস গ্লোবাল সভাপতি মেহেরুন নেসা ইসলাম। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা যে লক্ষ্যে যাচ্ছি, যেভাবে যাচ্ছি, তাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিজনেস ইনসাইডারের গবেষণায় বেরিয়ে এসেছে পঞ্চম এশিয়ান টাইগার হবে বাংলাদেশ। আমাদের চারটি এশিয়ান টাইগারের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। কেননা যে চারটি এশিয়ান টাইগার রয়েছে, তাদের কেউই ৩০ বছরের বেশি সময় নেয়নি। সময় এখন বাংলাদেশের। আমরা সেটিই প্রমাণ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক এলাকার ৮০ ভাগের ওপরে বেসরকারি খাত। আমাদের ভবিষ্যৎ চিন্তা, আমরা বেসরকারি খাতকে উজ্জীবিত করে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করব। এখন আমরা যাব অধিক শিল্পায়নে, যেখানে এখনো আমরা পিছিয়ে আছি। এর মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। দারিদ্র্য কমানো ও রাজস্ব আদায়ের খাত তৈরি করব। শিল্পায়নে যখন যাব সে সময় আমরা লক্ষ্য রাখব, শিল্প খাতে এমন শক্তিশালী প্রণোদনা দেব যে পৃথিবীর কোনো দেশ দিতে পারবে না এবং আমাদের সঙ্গে প্রতিযোগিতাও করতে পারবে না।’
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
বিদেশে বাংলাদেশি বিনিয়োগ ফিরিয়ে আনা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর