জ্যেষ্ঠ সাংবাদিক কামাল লোহানী বলেছেন, ‘জাতীয়’ শব্দ বলতে দেশের সব জনগণ বোঝায়, এখানে তো আংশিক উপস্থিত। জাতীয় শব্দ তারা কেন ব্যবহার করছে তা-ই বুঝতে পারছি না। নির্বাচনের সময় একটা মুলা ঝুলানো হয়েছে। রাজনীতিতে জল ঘোলা করার জন্য এই ঐক্যের সৃষ্টি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ড. কামাল হোসেন, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব— এ চারজনের ফলোয়ার কয়জন। তাদের তো এতদিন কোনো তৎপরতা দেখিনি। তাহলে হঠাৎ কেন? নির্বাচনের সামনে মুলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তা নিয়ে লাফালাফি চলছে। দুঃখজনক, আমরা লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেই দেশের রাজনীতিটা এত তরল হয়ে গেছে। যেখানে যার যা খুশি সে তা-ই করছে। কোনো অধিকার নেই তাদের জাতীয় শব্দ ব্যবহার করার। তাদের ইচ্ছা হয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এখানে এটা জাতীয় ঐক্য কীভাবে হলো? তাদের ঐক্য নিয়ে দেশের কোনো পরিবর্তন হবে না, রাজনীতির কোনো রকমের হেরফের হবে না। জনগণের ওপরও এর কোনো প্রভাব পড়বে না। সিনিয়র এই সাংবাদিক বলেন, এ ধরনের রাজনৈতিক ঐক্য আমরা অতীতে দেখেছি। তা ফলপ্রসূ এবং কার্যকর ছিল। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট হয়েছিল হক-ভাসানী-সোহরাওয়ার্দীর নেতৃত্বে। তারা কি সেই নেতাদের মতো নিজেদের মনে করেন? তাদের জনপ্রিয়তা ছিল, মানুষের কাছে গিয়ে দাঁড়ানোর মতো সাধ্য ছিল। এই ঐক্য নিয়ে লাফালাফি করা লোকজন কি তাদের কাতারে দাঁড়াতে পারবেন? মহানগর নাট্যমঞ্চে যে চিৎকার করে বক্তৃতা তারা করলেন, এই চিৎকার তাদের এতদিন কোথায় ছিল? যাদের সামনে চিৎকার করল তারা তো জামায়াত-বিএনপির লোক। যে জামায়াতকে পরিহার করার কথা তারা বলছেন তাদের সামনে বক্তৃতা করে বাহাবা নিয়ে আসছেন। সুতরাং এই জাতীয় ঐক্যের কোনো ফলপ্রসূ প্রভাব ভোটারদের ওপর পড়বে না, জনগণের ওপরও পড়বে না। রাজনীতিতে তারা জল ঘোলা করার সুযোগ পেয়েছেন। এখানে ভিনদেশি সাম্প্রদায়িক রাজনৈতিক চক্রের সমর্থন তারা পাবে। এটাই হয়তো তাদের এই লাফালাফির পেছনের শক্তি।
শিরোনাম
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
চলছে জল ঘোলা করার চেষ্টা
--------- কামাল লোহানী
জয়শ্রী ভাদুড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর