আওয়ামী লীগের সঙ্গে মহাজোটগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করার সিদ্ধান্তে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আওয়ামী লীগের কাছে এবার শতাধিক আসন দাবি করলেও জাপাকে ৪২ থেকে ৪৫টি আসন ছাড় দিতে চায় আওয়ামী লীগ। এর মধ্যে বেশির ভাগ আসন রংপুর বিভাগে। তবে রূপগঞ্জ আসন ছাড় দিতে নারাজ এইচ এম এরশাদ। এ ছাড়া রাজধানীতে জাতীয় পার্টি পাঁচটি আসন দাবি করেছে আওয়ামী লীগের কাছে। এর মধ্যে পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার জন্য ঢাকা-৪ ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের জন্য ঢাকা-৬ আসনের পাশাপাশি নতুন করে ঢাকা-১৭, ঢাকা-৫ ও ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী দিতে চান এইচ এম এরশাদ। এর মধ্যে ঢাকা-১৭ আসনে এরশাদ নিজে নির্বাচন করতে আগ্রহী। ঢাকা-৫ আসনে মীর আবদুস সবুর আসুদ ও ঢাকা-১৩ আসনে শফিকুল ইসলাম সেন্টু জাপার প্রার্থী হতে চান। আওয়ামী লীগ জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য ঢাকা-১৭, সৈয়দ আবু হোসেন বাবলার জন্য ঢাকা-৪ ও কাজী ফিরোজ রশীদের জন্য ঢাকা-৬ আসন ছাড়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিলেও ঢাকা-১৩ ও ঢাকা-৫ আসনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানায়নি। তবে জাপা চেয়ারম্যান নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় এই আসনটি জাপাকে ছাড়বে আওয়ামী লীগ। এই ক্ষেত্রে ঢাকা-১৭ আসনে এরশাদ নির্বাচন নাও করতে পারেন। গত বৃহস্পতিবার হঠাৎ করে হুসেইন মুহম্মদ এরশাদ রূপগঞ্জ আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় ঢাকা-১৭ আসন নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ ও জাপার নীতিনির্ধারকরা। শেষ পর্যন্ত যদি এরশাদ নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন করেন সে ক্ষেত্রে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী দিয়ে ঢাকা-৪ ও ঢাকা-৬ আসনের পাশাপাশি অন্য একটি আসন জাপাকে ছাড়তে পারে। এই ক্ষেত্রে ঢাকা-৫ ও ঢাকা-১৩ আসনের মধ্যে যে কোনো একটি হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। ঢাকা মহানগরের বাইরে ঢাকা-১ আসনটিও আওয়ামী লীগের কাছে চাইবে জাতীয় পার্টি। এ আসনে জাপার বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম। এ ছাড়া নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বর্তমান এমপি জাপার কেন্দ্রীয় প্রথম যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। এবারও খোকার জন্য আওয়ামী লীগের কাছে এ আসনটি দাবি করা হবে। এ ছাড়া দলের বর্তমান এমপি সেলিম ওসমানের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনটি আবারও চাইবেন এরশাদ।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
এরশাদকে নিয়ে চাঙ্গা রূপগঞ্জ
শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর