আওয়ামী লীগের সঙ্গে মহাজোটগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করার সিদ্ধান্তে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আওয়ামী লীগের কাছে এবার শতাধিক আসন দাবি করলেও জাপাকে ৪২ থেকে ৪৫টি আসন ছাড় দিতে চায় আওয়ামী লীগ। এর মধ্যে বেশির ভাগ আসন রংপুর বিভাগে। তবে রূপগঞ্জ আসন ছাড় দিতে নারাজ এইচ এম এরশাদ। এ ছাড়া রাজধানীতে জাতীয় পার্টি পাঁচটি আসন দাবি করেছে আওয়ামী লীগের কাছে। এর মধ্যে পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার জন্য ঢাকা-৪ ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের জন্য ঢাকা-৬ আসনের পাশাপাশি নতুন করে ঢাকা-১৭, ঢাকা-৫ ও ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী দিতে চান এইচ এম এরশাদ। এর মধ্যে ঢাকা-১৭ আসনে এরশাদ নিজে নির্বাচন করতে আগ্রহী। ঢাকা-৫ আসনে মীর আবদুস সবুর আসুদ ও ঢাকা-১৩ আসনে শফিকুল ইসলাম সেন্টু জাপার প্রার্থী হতে চান। আওয়ামী লীগ জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য ঢাকা-১৭, সৈয়দ আবু হোসেন বাবলার জন্য ঢাকা-৪ ও কাজী ফিরোজ রশীদের জন্য ঢাকা-৬ আসন ছাড়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিলেও ঢাকা-১৩ ও ঢাকা-৫ আসনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানায়নি। তবে জাপা চেয়ারম্যান নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় এই আসনটি জাপাকে ছাড়বে আওয়ামী লীগ। এই ক্ষেত্রে ঢাকা-১৭ আসনে এরশাদ নির্বাচন নাও করতে পারেন। গত বৃহস্পতিবার হঠাৎ করে হুসেইন মুহম্মদ এরশাদ রূপগঞ্জ আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় ঢাকা-১৭ আসন নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ ও জাপার নীতিনির্ধারকরা। শেষ পর্যন্ত যদি এরশাদ নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন করেন সে ক্ষেত্রে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী দিয়ে ঢাকা-৪ ও ঢাকা-৬ আসনের পাশাপাশি অন্য একটি আসন জাপাকে ছাড়তে পারে। এই ক্ষেত্রে ঢাকা-৫ ও ঢাকা-১৩ আসনের মধ্যে যে কোনো একটি হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। ঢাকা মহানগরের বাইরে ঢাকা-১ আসনটিও আওয়ামী লীগের কাছে চাইবে জাতীয় পার্টি। এ আসনে জাপার বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম। এ ছাড়া নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বর্তমান এমপি জাপার কেন্দ্রীয় প্রথম যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। এবারও খোকার জন্য আওয়ামী লীগের কাছে এ আসনটি দাবি করা হবে। এ ছাড়া দলের বর্তমান এমপি সেলিম ওসমানের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনটি আবারও চাইবেন এরশাদ।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
এরশাদকে নিয়ে চাঙ্গা রূপগঞ্জ
শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর