আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার আমলে নারীরা অনেক ক্ষমতাবান। গত ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে নারীবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার আমলে নারীরা হাই কোর্টের বিচারপতি, সেনাবাহিনীর জেনারেল, পুলিশের এসপি, জেলার ডিসি, সচিবালয়ের সচিব হয়েছেন। তিনি বলেন, নৌকার পক্ষে নারী, পুরুষ ও তরুণদের গণজোয়ার দেখে বিএনপি নেতারা বেসামাল হয়ে গেছেন। আগামী নির্বাচনে তরুণ ও নারীরাই হবেন আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার। গতকাল নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী নারী সমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘নারীদের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অনেক কিছু করেছেন। আজ নারীরা পাইলট, পুলিশ অফিসার, সরকারের বড় বড় পদে বহাল আছেন। গ্রামীণ নারীদের জন্য বিধবাভাতা, বয়স্কভাতাসহ সব সুবিধা দিয়েছেন শেখ হাসিনা। তাই আজ নারীরা দলে দলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। শেখ হাসিনার তুলনা কারও সঙ্গে হবে না।’ ওবায়দুল কাদের বলেন, ‘আগামীতে নেত্রী সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করবেন। বঙ্গবন্ধুকন্যা যে ওয়াদা করেন তা পালন করেন। নেত্রী বলেছেন, প্রতিটি পরিবারের একজন বেকারকে চাকরি দেওয়া হবে।’ তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলে দলে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে। সারা বাংলার ধান এখন নৌকায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুলের ধানের শীষের ভাটা শুরু হয়ে গেছে। বিএনপির ভাঙা হাট আর জমবে না। বিএনপির ভাঙা হাট ভেঙে গেছে। তাই আজকে বিএনপি নেতারা বেপরোয়া চালক হয়ে গেছেন। বেপরোয়া চালক দুর্ঘটনা ঘটায়। আমি এখন ভয় পাচ্ছি। এরা তো জেনে গেছে, নির্বাচনে নিশ্চিত হেরে যাবে। তাই রাজনীতির এই বেপরোয়া চালকরা কখন দুর্ঘটনা ঘটায় সে আশঙ্কা করছি। সবাই সতর্ক থাকবেন।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, ডা. এ কে এম জাফর উল্লাহ প্রমুখ।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
তরুণ ও নারীরাই বিজয়ের হাতিয়ার
ওবায়দুল কাদের
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর