আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার আমলে নারীরা অনেক ক্ষমতাবান। গত ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে নারীবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার আমলে নারীরা হাই কোর্টের বিচারপতি, সেনাবাহিনীর জেনারেল, পুলিশের এসপি, জেলার ডিসি, সচিবালয়ের সচিব হয়েছেন। তিনি বলেন, নৌকার পক্ষে নারী, পুরুষ ও তরুণদের গণজোয়ার দেখে বিএনপি নেতারা বেসামাল হয়ে গেছেন। আগামী নির্বাচনে তরুণ ও নারীরাই হবেন আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার। গতকাল নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী নারী সমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘নারীদের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অনেক কিছু করেছেন। আজ নারীরা পাইলট, পুলিশ অফিসার, সরকারের বড় বড় পদে বহাল আছেন। গ্রামীণ নারীদের জন্য বিধবাভাতা, বয়স্কভাতাসহ সব সুবিধা দিয়েছেন শেখ হাসিনা। তাই আজ নারীরা দলে দলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। শেখ হাসিনার তুলনা কারও সঙ্গে হবে না।’ ওবায়দুল কাদের বলেন, ‘আগামীতে নেত্রী সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করবেন। বঙ্গবন্ধুকন্যা যে ওয়াদা করেন তা পালন করেন। নেত্রী বলেছেন, প্রতিটি পরিবারের একজন বেকারকে চাকরি দেওয়া হবে।’ তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলে দলে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে। সারা বাংলার ধান এখন নৌকায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুলের ধানের শীষের ভাটা শুরু হয়ে গেছে। বিএনপির ভাঙা হাট আর জমবে না। বিএনপির ভাঙা হাট ভেঙে গেছে। তাই আজকে বিএনপি নেতারা বেপরোয়া চালক হয়ে গেছেন। বেপরোয়া চালক দুর্ঘটনা ঘটায়। আমি এখন ভয় পাচ্ছি। এরা তো জেনে গেছে, নির্বাচনে নিশ্চিত হেরে যাবে। তাই রাজনীতির এই বেপরোয়া চালকরা কখন দুর্ঘটনা ঘটায় সে আশঙ্কা করছি। সবাই সতর্ক থাকবেন।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, ডা. এ কে এম জাফর উল্লাহ প্রমুখ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ