নতুন স্বাপ্নিক যাত্রায় ১০ বছরে পা রাখল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। সম্পাদক নঈম নিজামসহ বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের ইনচার্জ হাসনাইন খুরশিদ, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সানের ব্যবস্থাপনা সম্পাদক নাদিম কাদির প্রমুখ। শুভেচ্ছা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন ১০ বছরে পা রাখছে এটা আমাদের সবার জন্য আনন্দের। এটা আমাদের সন্তানের মতো। বাংলাদেশের এক নম্বর কাগজ। বাংলাদেশ প্রতিদিনের এ অবস্থান ধরে রেখে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’ স্বাগত বক্তব্যে নঈম নিজাম বলেন, ‘প্রযুক্তির এই যুগে প্রিন্ট মিডিয়ার সাফল্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রতিদিন সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের শীর্ষ দৈনিকের অবস্থান ধরে রেখেছে। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসায় বাংলাদেশ প্রতিদিন আরও এগিয়ে যাবে- এ প্রত্যাশাই করি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্মসম্পাদক আবু তাহের, উপসম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, বিজ্ঞাপন বিভাগের প্রধান মাসুদুর রহমান, সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু প্রমুখ। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশনা বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে।
শিরোনাম
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
নতুন স্বাপ্নিক যাত্রায় ১০ বছরে পা রাখল বাংলাদেশ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর