নতুন স্বাপ্নিক যাত্রায় ১০ বছরে পা রাখল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। সম্পাদক নঈম নিজামসহ বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের ইনচার্জ হাসনাইন খুরশিদ, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সানের ব্যবস্থাপনা সম্পাদক নাদিম কাদির প্রমুখ। শুভেচ্ছা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন ১০ বছরে পা রাখছে এটা আমাদের সবার জন্য আনন্দের। এটা আমাদের সন্তানের মতো। বাংলাদেশের এক নম্বর কাগজ। বাংলাদেশ প্রতিদিনের এ অবস্থান ধরে রেখে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’ স্বাগত বক্তব্যে নঈম নিজাম বলেন, ‘প্রযুক্তির এই যুগে প্রিন্ট মিডিয়ার সাফল্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রতিদিন সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের শীর্ষ দৈনিকের অবস্থান ধরে রেখেছে। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসায় বাংলাদেশ প্রতিদিন আরও এগিয়ে যাবে- এ প্রত্যাশাই করি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্মসম্পাদক আবু তাহের, উপসম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, বিজ্ঞাপন বিভাগের প্রধান মাসুদুর রহমান, সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু প্রমুখ। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশনা বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে।
শিরোনাম
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নতুন স্বাপ্নিক যাত্রায় ১০ বছরে পা রাখল বাংলাদেশ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর