শিরোনাম
বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দেশের ভাগ্য বদলে দিচ্ছে কৃষকের সন্তানরা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দেশের ভাগ্য বদলে দিচ্ছে কৃষকের সন্তানরা

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, অর্থনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলে দিচ্ছে আমাদের কৃষকের সন্তানরা। ’৭২ সালে দেশে ১ কোটি টন চাল উৎপাদিত হতো। গত বছর ৩ কোটি ৮০ লাখ টন চাল উৎপাদন করেছে আমাদের কৃষকরা। বিভিন্ন গবেষণায় প্রবৃদ্ধি বৃদ্ধির হারের দেশের তালিকায় বিশে^র মধ্যে বাংলাদেশকে তৃতীয় অবস্থানে রাখছে।  গতকাল বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ‘লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন ইন এ ডিজিটাল ইরা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থনীতি বিভাগের প্রভাষক মিথিলা তানজিলের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন সহ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

সর্বশেষ খবর