ইংল্যান্ড বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে একমাত্র নতুন মুখ পেসার আবু জায়েদ রাহী। এছাড়া ঘরোয়া লিগে দাপুটে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আলোচনায় থেকেও বাদ পড়েছেন গতি তারকা তাসকিন আহমেদ। ফিটনেসের ঘাটতির কারণেই স্কোয়াডে জায়গা হয়নি তার। অভিজ্ঞদের মধ্যে কপাল পুড়েছে ইমরুল কায়েসের। রাহী ও মোসাদ্দেকের অন্তর্ভুক্তির ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে রাহী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। ইংল্যান্ডের কন্ডিশনের কথা চিন্তা করে সুইং বোলারই খুঁজছিলাম। সেই বিবেচনায় রাহীকে নেওয়া হয়েছে। আর মোসাদ্দেককে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি তার স্পিন বোলিং দক্ষতার জন্য। কারণ মাহমুদুল্লাহ ইনজুরি কারণে হয়তো বোলিং করতে পারবেন না। তার বিকল্প তো রাখতে হবে।’ এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। বাকি ১৩ জন তো আলোচনাতেই ছিলেন- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া গতকাল আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য বিশ্বকাপ দলের ১৫ জনের সঙ্গে আরও দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন- ইয়াসির আলী ও নাঈম হাসান।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
বিশ্বকাপ দলে চমক রাহী
আছেন মিথুন মোসাদ্দেক লিটন, নেই তাসকিন ইমরুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর