ইংল্যান্ড বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে একমাত্র নতুন মুখ পেসার আবু জায়েদ রাহী। এছাড়া ঘরোয়া লিগে দাপুটে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আলোচনায় থেকেও বাদ পড়েছেন গতি তারকা তাসকিন আহমেদ। ফিটনেসের ঘাটতির কারণেই স্কোয়াডে জায়গা হয়নি তার। অভিজ্ঞদের মধ্যে কপাল পুড়েছে ইমরুল কায়েসের। রাহী ও মোসাদ্দেকের অন্তর্ভুক্তির ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে রাহী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। ইংল্যান্ডের কন্ডিশনের কথা চিন্তা করে সুইং বোলারই খুঁজছিলাম। সেই বিবেচনায় রাহীকে নেওয়া হয়েছে। আর মোসাদ্দেককে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি তার স্পিন বোলিং দক্ষতার জন্য। কারণ মাহমুদুল্লাহ ইনজুরি কারণে হয়তো বোলিং করতে পারবেন না। তার বিকল্প তো রাখতে হবে।’ এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। বাকি ১৩ জন তো আলোচনাতেই ছিলেন- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া গতকাল আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য বিশ্বকাপ দলের ১৫ জনের সঙ্গে আরও দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন- ইয়াসির আলী ও নাঈম হাসান।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল