ইংল্যান্ড বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে একমাত্র নতুন মুখ পেসার আবু জায়েদ রাহী। এছাড়া ঘরোয়া লিগে দাপুটে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আলোচনায় থেকেও বাদ পড়েছেন গতি তারকা তাসকিন আহমেদ। ফিটনেসের ঘাটতির কারণেই স্কোয়াডে জায়গা হয়নি তার। অভিজ্ঞদের মধ্যে কপাল পুড়েছে ইমরুল কায়েসের। রাহী ও মোসাদ্দেকের অন্তর্ভুক্তির ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে রাহী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। ইংল্যান্ডের কন্ডিশনের কথা চিন্তা করে সুইং বোলারই খুঁজছিলাম। সেই বিবেচনায় রাহীকে নেওয়া হয়েছে। আর মোসাদ্দেককে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি তার স্পিন বোলিং দক্ষতার জন্য। কারণ মাহমুদুল্লাহ ইনজুরি কারণে হয়তো বোলিং করতে পারবেন না। তার বিকল্প তো রাখতে হবে।’ এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। বাকি ১৩ জন তো আলোচনাতেই ছিলেন- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া গতকাল আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য বিশ্বকাপ দলের ১৫ জনের সঙ্গে আরও দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন- ইয়াসির আলী ও নাঈম হাসান।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা