ইংল্যান্ড বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে একমাত্র নতুন মুখ পেসার আবু জায়েদ রাহী। এছাড়া ঘরোয়া লিগে দাপুটে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আলোচনায় থেকেও বাদ পড়েছেন গতি তারকা তাসকিন আহমেদ। ফিটনেসের ঘাটতির কারণেই স্কোয়াডে জায়গা হয়নি তার। অভিজ্ঞদের মধ্যে কপাল পুড়েছে ইমরুল কায়েসের। রাহী ও মোসাদ্দেকের অন্তর্ভুক্তির ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে রাহী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। ইংল্যান্ডের কন্ডিশনের কথা চিন্তা করে সুইং বোলারই খুঁজছিলাম। সেই বিবেচনায় রাহীকে নেওয়া হয়েছে। আর মোসাদ্দেককে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি তার স্পিন বোলিং দক্ষতার জন্য। কারণ মাহমুদুল্লাহ ইনজুরি কারণে হয়তো বোলিং করতে পারবেন না। তার বিকল্প তো রাখতে হবে।’ এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। বাকি ১৩ জন তো আলোচনাতেই ছিলেন- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া গতকাল আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য বিশ্বকাপ দলের ১৫ জনের সঙ্গে আরও দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন- ইয়াসির আলী ও নাঈম হাসান।
শিরোনাম
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা