শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

মমতাকে জবাব দিলেন মোদি

কলকাতা প্রতিনিধি

মমতাকে জবাব দিলেন মোদি

বাংলায় এসে ‘মোদিবাবুরা’ তৃণমূলকে ‘চাঁদাবাজ’ বললে তার ইচ্ছা করে ‘গণতন্ত্রের থাপ্পড়’ দিতে। মমতা ব্যানার্জির এ মন্তব্যের জবাব এবার দিলেন নরেন্দ্র মোদি। ‘দিদির থাপ্পড়’ তার কাছে ‘আশীর্বাদ’ বলে মন্তব্য করে মোদি গতকাল একই সঙ্গে তীব্র আক্রমণও করেছেন মমতাকে। বলেছেন, অহংকারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদির পতনের কারণ হবে। বাংলার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। চাইছে না এখন তাকে। আর প্রচ  অহংকারে ডুবে আছেন তিনি। ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতির খবর নিতে দিদিকে দুবার ফোন করলেও তিনি তার অহংকারের কারণে ফোন ধরেননি। দিদির এ অহংকারই তাকে ডোবাবে। এদিকে লোকসভা নির্বাচনের প্রচার পর্বের শুরু থেকেই এ রাজ্যে এসে নরেন্দ্র মোদি-অমিত শাহ ও বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছেন। তার জবাবেই মঙ্গলবার পুরুলিয়ার সাঁতুড়ির সভায় মমতা বলেন, ‘মোদিবাবুরা যখন বাংলায় এসে বলেন তৃণমূল দুর্নীতিবাজ, মনে হয় ঠাটিয়ে একটা গণতন্ত্রের থাপ্পড় দিই।’ মমতার এ মন্তব্যের পরই বিজেপির শীর্ষ মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বুধবারই টুইটে মমতাকে আক্রমণ করে সুষমা স্বরাজ বলেছিলেন, ‘মমতা সব সীমা লঙ্ঘন করেছেন।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর