মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা

ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠল বাংলাদেশ। গতকাল ডারবিনে ব্যাটিং-বোলিংয়ে দৃঢ়তার পরিচয় দিয়ে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে যায় টাইগাররা। আগামী ১৭ মে দুই দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। তার আগে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ফিরতি ম্যাচে লড়বে। ম্যাচে যদি জিতেও যায় লাভ হবে না স্বাগতিকদের। গতকাল মাশরাফিরা জয় পাওয়ায় আইরিশদের বিদায় ঘণ্টা বেজে যায়। প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। অধিনায়ক মাশরাফি ও মুস্তাফিজের বোলিং দাপটে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ করতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে তামিম ও সৌম্য ৫৪ রান যোগ করেন। তামিম ব্যক্তিগত ২১ রানে সাজঘরে ফেরত গেলেও সৌম্য ৬৭ বলে ৫৪ রান করেন। দলীয় ১০৬ রানের মাথায় সাকিব ২৯ রানে আউট হলেও চাপে পড়েনি বাংলাদেশ। মিথুন ও মুশফিক দায়িত্ব নিয়ে ব্যাট করে দলকে জয়ের দিকে নিয়ে যান। মিথুন ৪৩ ও মুশফিক সর্বোচ্চ ৬৩ রান করে আউট হন। মাহমুদুল্লাহ ৩০ রানে অপরাজিত ছিলেন। ৪৭.২ ওভারে বাংলাদেশ ২৪৮ রান তুলে নেয়। মুস্তাফিজ প্রথম ম্যাচে ম্লান থাকলেও গতকাল ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। মাশরাফি ৬০ রানে ৩ উইকেট পান। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ১০৮ বলে সর্বোচ্চ ৮৭ রান সংগ্রহ করেন। ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে দুই ম্যাচে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর