বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। অথচ ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল না আবু জায়েদ রাহীর। গতকাল ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন জাতির টুর্নামেন্টে অভিষেক হয়েছে ডান হাতি পেসারের। কিন্তু আলো ছড়াতে পারেনি। ম্যালাহাইডের ধীরলয়ের উইকেটে নতুন বলে বোলিং করেও মাঠ ছেড়েছেন শূন্যহাতে। তবে বিধ্বংসী বোলিং করে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাস ফিরিয়েছেন টিম ম্যানেজমেন্টের। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রানে বেঁধে রাখতে দুরন্ত বোলিং করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সব মিলিয়ে বিশ্বকাপের আগে টাইগারদের বোলিং ছিল বেশ আশাব্যঞ্জক। জিতলেই ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ফিল্ডিং করেন মাশরাফিরা। দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও অ্যামব্রিজ ৩৭ রানের ভিত দেন। এরপর আঘাত হানেন মাশরাফি। অধিনায়কের দেখানো পথে দুরন্ত বোলিং করেন মুস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ ও সাকিব। টাইগার চতুষ্ঠয়ের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এক পর্যায়ে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন হোপ ও অধিনায়ক হোল্ডার। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৭ রানের বেশি করতে পারেননি টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হাঁকানো হোপ। ইনিংসটি খেলেন ১৭২ বলে ৮ চারে। হোল্ডার ৬২ রান করেন ৭৬ বল ৩ চার ও এক ছক্কায়। পঞ্চম উইকেটে শতরানের জুটির পরও ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফি তিন স্পেলে বোলিং করে ৬০ রানের খরচে নেন ৩ উইকেট। মুস্তাফিজ দুই স্পেলে বোলিং করে ৪৩ রানের খরচে নেন ৪ উইকেট। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পেলটি ছিল ১০-১-২৭-১।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
দারুণ বোলিং টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর