বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। অথচ ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল না আবু জায়েদ রাহীর। গতকাল ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন জাতির টুর্নামেন্টে অভিষেক হয়েছে ডান হাতি পেসারের। কিন্তু আলো ছড়াতে পারেনি। ম্যালাহাইডের ধীরলয়ের উইকেটে নতুন বলে বোলিং করেও মাঠ ছেড়েছেন শূন্যহাতে। তবে বিধ্বংসী বোলিং করে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাস ফিরিয়েছেন টিম ম্যানেজমেন্টের। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রানে বেঁধে রাখতে দুরন্ত বোলিং করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সব মিলিয়ে বিশ্বকাপের আগে টাইগারদের বোলিং ছিল বেশ আশাব্যঞ্জক। জিতলেই ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ফিল্ডিং করেন মাশরাফিরা। দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও অ্যামব্রিজ ৩৭ রানের ভিত দেন। এরপর আঘাত হানেন মাশরাফি। অধিনায়কের দেখানো পথে দুরন্ত বোলিং করেন মুস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ ও সাকিব। টাইগার চতুষ্ঠয়ের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এক পর্যায়ে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন হোপ ও অধিনায়ক হোল্ডার। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৭ রানের বেশি করতে পারেননি টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হাঁকানো হোপ। ইনিংসটি খেলেন ১৭২ বলে ৮ চারে। হোল্ডার ৬২ রান করেন ৭৬ বল ৩ চার ও এক ছক্কায়। পঞ্চম উইকেটে শতরানের জুটির পরও ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফি তিন স্পেলে বোলিং করে ৬০ রানের খরচে নেন ৩ উইকেট। মুস্তাফিজ দুই স্পেলে বোলিং করে ৪৩ রানের খরচে নেন ৪ উইকেট। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পেলটি ছিল ১০-১-২৭-১।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
দারুণ বোলিং টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর