বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। অথচ ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল না আবু জায়েদ রাহীর। গতকাল ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন জাতির টুর্নামেন্টে অভিষেক হয়েছে ডান হাতি পেসারের। কিন্তু আলো ছড়াতে পারেনি। ম্যালাহাইডের ধীরলয়ের উইকেটে নতুন বলে বোলিং করেও মাঠ ছেড়েছেন শূন্যহাতে। তবে বিধ্বংসী বোলিং করে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাস ফিরিয়েছেন টিম ম্যানেজমেন্টের। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রানে বেঁধে রাখতে দুরন্ত বোলিং করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সব মিলিয়ে বিশ্বকাপের আগে টাইগারদের বোলিং ছিল বেশ আশাব্যঞ্জক। জিতলেই ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ফিল্ডিং করেন মাশরাফিরা। দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও অ্যামব্রিজ ৩৭ রানের ভিত দেন। এরপর আঘাত হানেন মাশরাফি। অধিনায়কের দেখানো পথে দুরন্ত বোলিং করেন মুস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ ও সাকিব। টাইগার চতুষ্ঠয়ের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এক পর্যায়ে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন হোপ ও অধিনায়ক হোল্ডার। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৭ রানের বেশি করতে পারেননি টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হাঁকানো হোপ। ইনিংসটি খেলেন ১৭২ বলে ৮ চারে। হোল্ডার ৬২ রান করেন ৭৬ বল ৩ চার ও এক ছক্কায়। পঞ্চম উইকেটে শতরানের জুটির পরও ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফি তিন স্পেলে বোলিং করে ৬০ রানের খরচে নেন ৩ উইকেট। মুস্তাফিজ দুই স্পেলে বোলিং করে ৪৩ রানের খরচে নেন ৪ উইকেট। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পেলটি ছিল ১০-১-২৭-১।
শিরোনাম
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
দারুণ বোলিং টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর