বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। অথচ ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল না আবু জায়েদ রাহীর। গতকাল ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন জাতির টুর্নামেন্টে অভিষেক হয়েছে ডান হাতি পেসারের। কিন্তু আলো ছড়াতে পারেনি। ম্যালাহাইডের ধীরলয়ের উইকেটে নতুন বলে বোলিং করেও মাঠ ছেড়েছেন শূন্যহাতে। তবে বিধ্বংসী বোলিং করে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাস ফিরিয়েছেন টিম ম্যানেজমেন্টের। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রানে বেঁধে রাখতে দুরন্ত বোলিং করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সব মিলিয়ে বিশ্বকাপের আগে টাইগারদের বোলিং ছিল বেশ আশাব্যঞ্জক। জিতলেই ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ফিল্ডিং করেন মাশরাফিরা। দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও অ্যামব্রিজ ৩৭ রানের ভিত দেন। এরপর আঘাত হানেন মাশরাফি। অধিনায়কের দেখানো পথে দুরন্ত বোলিং করেন মুস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ ও সাকিব। টাইগার চতুষ্ঠয়ের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এক পর্যায়ে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন হোপ ও অধিনায়ক হোল্ডার। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৭ রানের বেশি করতে পারেননি টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হাঁকানো হোপ। ইনিংসটি খেলেন ১৭২ বলে ৮ চারে। হোল্ডার ৬২ রান করেন ৭৬ বল ৩ চার ও এক ছক্কায়। পঞ্চম উইকেটে শতরানের জুটির পরও ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফি তিন স্পেলে বোলিং করে ৬০ রানের খরচে নেন ৩ উইকেট। মুস্তাফিজ দুই স্পেলে বোলিং করে ৪৩ রানের খরচে নেন ৪ উইকেট। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পেলটি ছিল ১০-১-২৭-১।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
দারুণ বোলিং টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর