বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। অথচ ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল না আবু জায়েদ রাহীর। গতকাল ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন জাতির টুর্নামেন্টে অভিষেক হয়েছে ডান হাতি পেসারের। কিন্তু আলো ছড়াতে পারেনি। ম্যালাহাইডের ধীরলয়ের উইকেটে নতুন বলে বোলিং করেও মাঠ ছেড়েছেন শূন্যহাতে। তবে বিধ্বংসী বোলিং করে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাস ফিরিয়েছেন টিম ম্যানেজমেন্টের। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রানে বেঁধে রাখতে দুরন্ত বোলিং করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সব মিলিয়ে বিশ্বকাপের আগে টাইগারদের বোলিং ছিল বেশ আশাব্যঞ্জক। জিতলেই ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ফিল্ডিং করেন মাশরাফিরা। দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও অ্যামব্রিজ ৩৭ রানের ভিত দেন। এরপর আঘাত হানেন মাশরাফি। অধিনায়কের দেখানো পথে দুরন্ত বোলিং করেন মুস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ ও সাকিব। টাইগার চতুষ্ঠয়ের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এক পর্যায়ে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন হোপ ও অধিনায়ক হোল্ডার। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৭ রানের বেশি করতে পারেননি টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হাঁকানো হোপ। ইনিংসটি খেলেন ১৭২ বলে ৮ চারে। হোল্ডার ৬২ রান করেন ৭৬ বল ৩ চার ও এক ছক্কায়। পঞ্চম উইকেটে শতরানের জুটির পরও ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফি তিন স্পেলে বোলিং করে ৬০ রানের খরচে নেন ৩ উইকেট। মুস্তাফিজ দুই স্পেলে বোলিং করে ৪৩ রানের খরচে নেন ৪ উইকেট। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পেলটি ছিল ১০-১-২৭-১।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
দারুণ বোলিং টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর