শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা
হামিদ-মোদি বৈঠক

বাংলাদেশের দুই উদযাপনে অংশীদার হতে চায় ভারত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা যাবেন। গতকাল বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ‘সৌজন্য’ বৈঠকের সময় এ কথা হয়। বৈঠক হয় হায়দরাবাদ হাউসে। প্রায় ১৫ মিনিটের বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (২০২১) ভারত-বাংলাদেশ যৌথভাবে উদ্যাপন করতে পারে।’ প্রধানমন্ত্রী মোদি এ প্রস্তাব দিয়ে বলেন, ‘যদি দুটি দেশ একত্রে এ উৎসব পালন করে তাহলে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হবে এবং দুই দেশের সম্পর্ক গোটা বিশ্বে           এক নজির স্থাপন করবে।’ এ আলোচনায় বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, রাষ্ট্রপতির সচিব উপস্থিত ছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বৈঠকে অংশ নেন। এ বৈঠকের সময় রোহিঙ্গা সমস্যা ও তিস্তার পানিচুক্তি দ্রুত সম্পন্ন হওয়ার প্রসঙ্গ আলোচিত হয়। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠক উচ্চ পর্যায়ে করার জন্য তিনি নির্দেশ দেবেন। এত দিন অফিসার পর্যায়ে আলোচনা চলছিল। রাষ্ট্রপতি বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের ভূমিকার প্রশংসা করেন। তিনি এ বিষয়ে ভারতের কাছ থেকে আরও সক্রিয় ভূমিকা আশা করেন। প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশের হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোদি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। মোদি এও বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যেমন উন্নতি হচ্ছে, তেমনি দুই দেশের সম্পর্কও প্রভূত উন্নত হচ্ছে।’

 

সর্বশেষ খবর