আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বছর ঈদে সড়ক কিংবা মহাসড়কে কোথাও যানজট হওয়ার আশঙ্কা নেই। এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের চেয়ে অনেকটা স্বস্তি ও আরামদায়ক হবে। রাস্তায় সমস্যা নেই, সমস্যা শুধু যানবাহনের শৃঙ্খলায়। যানবাহনে শৃঙ্খলা এলে আমার মনে হয় এবার ঢাকাসহ সারা দেশে কোথাও রাস্তায় যানজট হবে না। গতকাল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এবার কিছুটা সমস্যা হবে গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে। এ রাস্তায় বিআরটিএর কাজ চলছে। গাজীপুরের মেয়র সেখানে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। সেখানে একটু অস্বস্তি হবে। এই অংশ ছাড়া সারা দেশের আর কোথাও সমস্যা হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর, টঙ্গী ও বিমানবন্দর সড়কে কোনো নির্মাণকাজ যদি সমস্যার সৃষ্টি করে, তাহলে ঈদের সময় সে কাজ প্রয়োজনে বন্ধ রাখা হবে। মন্ত্রী বলেন, ঈদে যানজটমুক্ত পরিবেশে মানুষ যেন তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যেতে পারেন, এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দূরপাল্লার যাত্রায় চাঁদাবাজি যেন না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে এরই মধ্যে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ ও সুনির্দিষ্ট প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঈদের সময় যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার তথা বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেওয়া যাবে না। গাড়িচালক ও মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, গাড়ির চালকরা রাস্তায় গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। তারা যেন এ সময় মোবাইল ফোন ব্যবহার না করেন, সেদিকে নজর দিতে হবে। পরিবহন মালিকরাও যেন নিয়মনীতি মেনে গাড়ি চালান। গাবতলীতে বিআরটিসি এসি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮০০ টাকার ভাড়া ১৫০০ টাকা নেওয়া হবে, এটা হতে পারে না। চলতে পারে না। তার একটা সীমারেখা থাকা দরকার। মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এসি টিকিটের ভাড়া যেন রিজনেবল থাকে। বিবেকের অনুশাসন যেন মানা হয়।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে