শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মোদির কেন্দ্রে গিয়ে গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

মোদির কেন্দ্রে গিয়ে গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকায় জমি নিয়ে বিবাদে নিহত আদিবাসীদের প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা রাস্তায় বসে ধরনা দিচ্ছিলেন। জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধী এখন বিদেশে।

সেখান থেকেই তিনি বোনের গ্রেফতারের তীব্র নিন্দা জানান। বারানসি থেকে ৮০ কি. মি. দূরে সোনভদ্র গ্রামে উচ্চ জাতির লোকেরা গুলি চালিয়ে ১০ জন আদিবাসী চাষিকে হত্যা করে। আদিবাসী ‘গোন্ডা’রা এই জমিতে বহুকাল ধরে চাষবাস করছিলেন। বিজেপি প্রভাবিত স্থানীয় গ্রামপ্রধান লোকলস্কর নিয়ে সেই জমি দখল নিতে গেলে আদিবাসীরা বাধা দেয়। তারা আদিবাসীদের ওপর নির্বিচারে গুলি চালায়। তাতেই ১০ জন প্রাণ হারায়। ২৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। রাস্তায় বসেই প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আহতদের পরিবারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। সেটা কি অপরাধ? আমার ছেলের বয়সী একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। তাকে দেখতে যেতে দিচ্ছে না উত্তর প্রদেশের বিজেপি সরকার। এ সময় রাজ্যপুলিশ এসে প্রিয়াঙ্কাকে আটক করে স্থানীয় একটি সরকারি গেস্ট হাউসে নিয়ে যায়। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রিয়াঙ্কা তার দাদি ইন্দিরা গান্ধীর স্টাইলে জনতার মধ্যে মিশতে চেয়েছেন। উত্তর প্রদেশ সরকার বুঝতে পারছে না হঠাৎ কেন প্রিয়াঙ্কা এসে উপস্থিত। এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে তৃণমূল কংগ্রেসের এক সংসদীয় দল গতকাল বারানসি রওনা হয়েছে। প্রিয়াঙ্কা যখন রাস্তায় তখন পুলিশ তার কনভয় আটকে দেয়। তারপর সেখানে হাজার হাজার গ্রামবাসী এসে জড়ো হয়। সরকারি গাড়িতেই প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হয়।। স্থানীয় পুলিশ কর্মকর্তা অবিনাশ পাে  বলেন, ‘প্রিয়াঙ্কাজীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরপরই প্রিয়াঙ্কা ঘোষণা করেন, যতক্ষণ না আমি নিহতদের পরিবারদের সঙ্গে দেখা করছি ততক্ষণ আমি এই এলাকা থেকে নড়ব না। প্রিয়াঙ্কার ভাবভঙ্গি দেখে পুলিশ রীতিমতো চিন্তিত। স্থানীয় গ্রামপ্রধান যাজ্ঞ দত্ত ২০০ লোক নিয়ে ৩৬ একর জমি দখল করতে গেলে সংঘর্ষ বাধে। পুলিশ এ পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে। সেখানে যাওয়ার আগেই প্রিয়াঙ্কা ট্যুইট করে বলেছিলেন, ‘গোন্ডা উপজাতির ১০ জনকে মেরে ফেলা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কি ঘুমাচ্ছেন?’ তাৎপর্যপূর্ণ হলোÑ ২০২২ সালে উত্তর প্রদেশের বিধানসভা ভোট। তার আগেই ৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা রাস্তায় নেমে পড়েছেন। এতে বিজেপির চিন্তা বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর