মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মন্ত্রী-মেয়রদের লজ্জা শরম নেই

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রী-মেয়রদের লজ্জা শরম নেই

এডিস মশা নিধনে ব্যর্থতায় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসলে মন্ত্রী ও মেয়রদের কোনো লজ্জা-শরম নেই। যেটাকে এক কথায় বলা যায় বেহায়া। তিনি বলেন, তাদের দুর্নীতির কারণেই ডেঙ্গু অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার ফলে মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী এ রোগ। নতুন ওষুধ কেনাতেও দুর্নীতির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ সরকার জনগণের সুরক্ষা নয়, ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিদেশে বাড়িঘর তৈরি করে নিজেদের সুরক্ষা তৈরি করছে। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য এই রক্তদান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, মিডিয়া গুরুত্ব দেওয়ায় মানুষ ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে। 

সর্বশেষ খবর