বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জাকির নায়েক নিয়ে বিতর্ক মালয়েশিয়ায়

প্রতিদিন ডেস্ক

জাকির নায়েক নিয়ে বিতর্ক মালয়েশিয়ায়

ধর্মতত্ত্ব প্রচারক ডা. জাকির নায়েকের উসকানিমূলক মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠেছে মালয়েশিয়ায়। সেদেশের কোটাবারুতে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারতে মুসলমানদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা দ্বিগুণ সুযোগ-সুবিধা ভোগ করে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার হিন্দুরা ডা. মাহাথির মোহাম্মদের চাইতে নরেন্দ্র মোদির প্রতি বেশি অনুগত। মালয়েশিয়ার ন্যাশনাল প্যাট্রিয়টস অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহাম্মদ আরশাদ রাজি বলেন, জাকির ভারতীয় বংশোদ্ভূত মালয়েশীয়দের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন। এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলার কোনো অধিকার জাকিরের নেই। তাকে এ ধরনের কথাবার্তা বলা বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর