রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অনেক আগেই খবর প্রকাশ করেছিল বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

অনেক আগেই খবর প্রকাশ করেছিল বাংলাদেশ প্রতিদিন

জুয়ায় ভাসছে রাতের ঢাকা শিরোনামে গত বছর বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন

গত বছরের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে ‘জুয়ায় ভাসছে রাতের ঢাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সে সময়ই ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল কোথায় কোথায় জুয়ার আসর বসে রাজধানী ঢাকাতে। এমনকি এসব আসরে প্রতিরাতে কী পরিমাণ টাকা-পয়সা লেনদেন হতো তারও এক চিত্র তুলে ধরা হয়।

গত বুধবার থেকে মতিঝিল, গুলিস্তান ও বনানীর বিভিন্ন ক্লাবে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু করে র‌্যাব। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে যেসব জুয়ার আসরের কথা উল্লেখ করা হয়- সেসব স্থানে অভিযান চালিয়ে ক্যাসিনোর সন্ধান পাচ্ছেন র‌্যাব সদস্যরা। ওই প্রতিবেদনে বলা হয়েছিল- রাত গভীর হলেই অভিজাত এলাকার ক্লাবে বসে কোটি কোটি টাকার জুয়ার আসর। ওয়ান-টেন, ওয়ান-এইট, তিন তাস, নয় তাস, কাটাকাটি, নিপুণ, চড়াচড়ি, ডায়েস, চরকি রেমিসহ নানা নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থান নেওয়ার পরই অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের পরই ক্যাসিনোগুলোতে জুয়ার ওইসব বাহারি নাম দেখে রীতিমতো অবাক হয়েছেন র‌্যাব কর্মকর্তারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। সারা দেশে এই অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর