গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য বিস্ময়করভাবে চুক্তি করেছেন খুলনার জাহাজ নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ডের সঙ্গে। ঘটনা এখানেই থেমে থাকেনি, চুক্তির পর বই কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকা নগদ দেওয়া হয়েছে বলেও দেখানো হয়েছে। কিন্তু এরপর এক বছর চলে গেলেও লাইব্রেরির জন্য বই আসেনি। এ ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন তার অনিয়ম-দুর্নীতির অংশ হিসেবেই এ কাজ করেছেন। বই কেনার জন্য জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তি করে তিনি বিস্ময়কর নজির সৃষ্টি করেছেন। ছাত্র-শিক্ষকরা তার যাবতীয় দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন। জানা গেছে, তৎকালীন প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস মিয়া স্বাক্ষরিত চেকে জাহাজ কোম্পানিকে ২ কোটি টাকা প্রদান করা হয়। এ বিষয়ে আবদুল কুদ্দুস মিয়াকে প্রশ্ন করলে তিনি জানান, পিডির (প্রজেক্ট ডাইরেক্টর) নির্দেশে তিনি এ কাজ করেছেন। রেজিস্টার্ড প্রফেসর নূর উদ্দিনও এতে জড়িত। কুদ্দুস মিয়া জানান, এক বছরেও বই না পাওয়ায় সম্প্রতি ওই জাহাজ কোম্পানির কাছে ২ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। এদিকে ঘটনার ব্যাপারে প্রফেসর ড. নূর উদ্দিন বলেন, ‘আমি কিছু বলতে পারব না। এ ব্যাপারে প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ বলতে পারবে।’ উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং উপাচার্র্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষকরা গত ১৯ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে লাগাতার বিক্ষোভ-সমাবেশ এবং অবস্থান ধর্মঘট পালন করছেন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
শেষ কোথায় এই অনিয়মের
জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে বই কেনার কাজ দিয়েছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর