গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য বিস্ময়করভাবে চুক্তি করেছেন খুলনার জাহাজ নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ডের সঙ্গে। ঘটনা এখানেই থেমে থাকেনি, চুক্তির পর বই কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকা নগদ দেওয়া হয়েছে বলেও দেখানো হয়েছে। কিন্তু এরপর এক বছর চলে গেলেও লাইব্রেরির জন্য বই আসেনি। এ ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন তার অনিয়ম-দুর্নীতির অংশ হিসেবেই এ কাজ করেছেন। বই কেনার জন্য জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তি করে তিনি বিস্ময়কর নজির সৃষ্টি করেছেন। ছাত্র-শিক্ষকরা তার যাবতীয় দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন। জানা গেছে, তৎকালীন প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস মিয়া স্বাক্ষরিত চেকে জাহাজ কোম্পানিকে ২ কোটি টাকা প্রদান করা হয়। এ বিষয়ে আবদুল কুদ্দুস মিয়াকে প্রশ্ন করলে তিনি জানান, পিডির (প্রজেক্ট ডাইরেক্টর) নির্দেশে তিনি এ কাজ করেছেন। রেজিস্টার্ড প্রফেসর নূর উদ্দিনও এতে জড়িত। কুদ্দুস মিয়া জানান, এক বছরেও বই না পাওয়ায় সম্প্রতি ওই জাহাজ কোম্পানির কাছে ২ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। এদিকে ঘটনার ব্যাপারে প্রফেসর ড. নূর উদ্দিন বলেন, ‘আমি কিছু বলতে পারব না। এ ব্যাপারে প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ বলতে পারবে।’ উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং উপাচার্র্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষকরা গত ১৯ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে লাগাতার বিক্ষোভ-সমাবেশ এবং অবস্থান ধর্মঘট পালন করছেন।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
শেষ কোথায় এই অনিয়মের
জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে বই কেনার কাজ দিয়েছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর