গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য বিস্ময়করভাবে চুক্তি করেছেন খুলনার জাহাজ নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ডের সঙ্গে। ঘটনা এখানেই থেমে থাকেনি, চুক্তির পর বই কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকা নগদ দেওয়া হয়েছে বলেও দেখানো হয়েছে। কিন্তু এরপর এক বছর চলে গেলেও লাইব্রেরির জন্য বই আসেনি। এ ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন তার অনিয়ম-দুর্নীতির অংশ হিসেবেই এ কাজ করেছেন। বই কেনার জন্য জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তি করে তিনি বিস্ময়কর নজির সৃষ্টি করেছেন। ছাত্র-শিক্ষকরা তার যাবতীয় দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন। জানা গেছে, তৎকালীন প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস মিয়া স্বাক্ষরিত চেকে জাহাজ কোম্পানিকে ২ কোটি টাকা প্রদান করা হয়। এ বিষয়ে আবদুল কুদ্দুস মিয়াকে প্রশ্ন করলে তিনি জানান, পিডির (প্রজেক্ট ডাইরেক্টর) নির্দেশে তিনি এ কাজ করেছেন। রেজিস্টার্ড প্রফেসর নূর উদ্দিনও এতে জড়িত। কুদ্দুস মিয়া জানান, এক বছরেও বই না পাওয়ায় সম্প্রতি ওই জাহাজ কোম্পানির কাছে ২ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। এদিকে ঘটনার ব্যাপারে প্রফেসর ড. নূর উদ্দিন বলেন, ‘আমি কিছু বলতে পারব না। এ ব্যাপারে প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ বলতে পারবে।’ উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং উপাচার্র্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষকরা গত ১৯ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে লাগাতার বিক্ষোভ-সমাবেশ এবং অবস্থান ধর্মঘট পালন করছেন।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
শেষ কোথায় এই অনিয়মের
জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে বই কেনার কাজ দিয়েছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর