গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য বিস্ময়করভাবে চুক্তি করেছেন খুলনার জাহাজ নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ডের সঙ্গে। ঘটনা এখানেই থেমে থাকেনি, চুক্তির পর বই কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকা নগদ দেওয়া হয়েছে বলেও দেখানো হয়েছে। কিন্তু এরপর এক বছর চলে গেলেও লাইব্রেরির জন্য বই আসেনি। এ ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন তার অনিয়ম-দুর্নীতির অংশ হিসেবেই এ কাজ করেছেন। বই কেনার জন্য জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তি করে তিনি বিস্ময়কর নজির সৃষ্টি করেছেন। ছাত্র-শিক্ষকরা তার যাবতীয় দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন। জানা গেছে, তৎকালীন প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস মিয়া স্বাক্ষরিত চেকে জাহাজ কোম্পানিকে ২ কোটি টাকা প্রদান করা হয়। এ বিষয়ে আবদুল কুদ্দুস মিয়াকে প্রশ্ন করলে তিনি জানান, পিডির (প্রজেক্ট ডাইরেক্টর) নির্দেশে তিনি এ কাজ করেছেন। রেজিস্টার্ড প্রফেসর নূর উদ্দিনও এতে জড়িত। কুদ্দুস মিয়া জানান, এক বছরেও বই না পাওয়ায় সম্প্রতি ওই জাহাজ কোম্পানির কাছে ২ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। এদিকে ঘটনার ব্যাপারে প্রফেসর ড. নূর উদ্দিন বলেন, ‘আমি কিছু বলতে পারব না। এ ব্যাপারে প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ বলতে পারবে।’ উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং উপাচার্র্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষকরা গত ১৯ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে লাগাতার বিক্ষোভ-সমাবেশ এবং অবস্থান ধর্মঘট পালন করছেন।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
শেষ কোথায় এই অনিয়মের
জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে বই কেনার কাজ দিয়েছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর