গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য বিস্ময়করভাবে চুক্তি করেছেন খুলনার জাহাজ নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ডের সঙ্গে। ঘটনা এখানেই থেমে থাকেনি, চুক্তির পর বই কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকা নগদ দেওয়া হয়েছে বলেও দেখানো হয়েছে। কিন্তু এরপর এক বছর চলে গেলেও লাইব্রেরির জন্য বই আসেনি। এ ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন তার অনিয়ম-দুর্নীতির অংশ হিসেবেই এ কাজ করেছেন। বই কেনার জন্য জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তি করে তিনি বিস্ময়কর নজির সৃষ্টি করেছেন। ছাত্র-শিক্ষকরা তার যাবতীয় দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন। জানা গেছে, তৎকালীন প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস মিয়া স্বাক্ষরিত চেকে জাহাজ কোম্পানিকে ২ কোটি টাকা প্রদান করা হয়। এ বিষয়ে আবদুল কুদ্দুস মিয়াকে প্রশ্ন করলে তিনি জানান, পিডির (প্রজেক্ট ডাইরেক্টর) নির্দেশে তিনি এ কাজ করেছেন। রেজিস্টার্ড প্রফেসর নূর উদ্দিনও এতে জড়িত। কুদ্দুস মিয়া জানান, এক বছরেও বই না পাওয়ায় সম্প্রতি ওই জাহাজ কোম্পানির কাছে ২ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। এদিকে ঘটনার ব্যাপারে প্রফেসর ড. নূর উদ্দিন বলেন, ‘আমি কিছু বলতে পারব না। এ ব্যাপারে প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ বলতে পারবে।’ উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং উপাচার্র্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষকরা গত ১৯ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে লাগাতার বিক্ষোভ-সমাবেশ এবং অবস্থান ধর্মঘট পালন করছেন।
শিরোনাম
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
শেষ কোথায় এই অনিয়মের
জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে বই কেনার কাজ দিয়েছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর