সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রপ্তানি খাত নিয়ে নতুন ভাবনায় সরকার

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি খাত নিয়ে নতুন ভাবনায় সরকার

রপ্তানি খাতে সহায়তার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রপ্তানি আয়ের প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৫ টাকা হারে ভর্তুকি চেয়ে বিজিএমইএর করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব জাফর উদ্দীন ও বিজিএমইএ সভাপতি রুবানা হকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অর্থমন্ত্রী। অবশ্য বৈঠকের পর কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার। পরে রুবানা হকের কাছে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তৈরি পোশাক খাত চরম সংকট সময় পার করছে। এজন্য সরকারের নীতি  সহায়তা খুবই প্রয়োজন। আমরা এ বিষয়ে অর্থমন্ত্রীকে অবহিত করেছি। তিনি বিষয়টা বিবেচনার আশ্বাস দিয়েছেন। সূত্র জানায়, বৈঠকে দেশের তৈরি পোশাক খাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়। বিশ্বব্যাপী এ খাত চরম সংকটময় মুহূর্ত পার করছে। বাংলাদেশের প্রায় প্রতিদিনই কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য এ খাতের জন্য সরকারি সহায়তা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিলেও জানানো হয়েছে বাজেটে এ ধরনের কোনো খাতে অর্থ বরাদ্দ নেই। ফলে কীভাবে এ সহায়তা দেওয়া যায় তার জন্য প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন অর্থমন্ত্রী। এরপর বিজিএমইএকে জানানো হবে বলে জানায় অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র।

সর্বশেষ খবর