রপ্তানি খাতে সহায়তার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রপ্তানি আয়ের প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৫ টাকা হারে ভর্তুকি চেয়ে বিজিএমইএর করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব জাফর উদ্দীন ও বিজিএমইএ সভাপতি রুবানা হকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অর্থমন্ত্রী। অবশ্য বৈঠকের পর কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার। পরে রুবানা হকের কাছে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তৈরি পোশাক খাত চরম সংকট সময় পার করছে। এজন্য সরকারের নীতি সহায়তা খুবই প্রয়োজন। আমরা এ বিষয়ে অর্থমন্ত্রীকে অবহিত করেছি। তিনি বিষয়টা বিবেচনার আশ্বাস দিয়েছেন। সূত্র জানায়, বৈঠকে দেশের তৈরি পোশাক খাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়। বিশ্বব্যাপী এ খাত চরম সংকটময় মুহূর্ত পার করছে। বাংলাদেশের প্রায় প্রতিদিনই কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য এ খাতের জন্য সরকারি সহায়তা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিলেও জানানো হয়েছে বাজেটে এ ধরনের কোনো খাতে অর্থ বরাদ্দ নেই। ফলে কীভাবে এ সহায়তা দেওয়া যায় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন অর্থমন্ত্রী। এরপর বিজিএমইএকে জানানো হবে বলে জানায় অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
রপ্তানি খাত নিয়ে নতুন ভাবনায় সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর