মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পিয়াজ ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করে যাচ্ছে : রাষ্ট্রপতি

প্রতিদিন ডেস্ক

ভরা মৌসুমে পিয়াজের দাম আবারও বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করছে। সূত্র : বাসস।

গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পঞ্চম সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, ‘সবকিছু পথে আনতে হবে। কয়েক দিন আগে পিয়াজের দাম বেড়েছে। মাঝে কমেছে, আবার বাড়ছে। ব্যবসায়ীরা কী? এটা আমি বুঝি না। যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এটা তো হতে পারে না।’ অনুষ্ঠানে তিনি যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে প্রচার চালানোর আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যখন বোতলে পানি খাও সেটা ক্যান্টনমেন্টের ভিতরে ফেল না। এর বাইরে গেলেই ছুড়ে ফেলছ। বিদেশে গেলে স্টেশনে থুথু ফেলার সাহস পায় না। টিস্যু পেপারে থুথু ফেলে পকেটে রাখে, পরে ডাস্টবিনে ফেলে। আর আমাদের এখানে কোথায় ওয়ালে পড়ল, না কারও শরীরে পড়ল- এ অবস্থা। এ নেচার পরিবর্তন করতে হবে। রাস্তাঘাট এমন অপরিষ্কার থাকে, মারাত্মক অবস্থা। প্রত্যেকটি ক্ষেত্রেই এ অবস্থা।’ শিক্ষার্থীদের এ অবস্থার উত্তরণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ছাত্ররা ইচ্ছা করলে কী না পারে। ছাত্ররা যদি মনে করে বাংলাদেশে ডিসিপ্লিন আসবে, তাহলে তারাই তা আনতে পারবে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তিন বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর